নারী দিবস ম্যারাথনে পাপিয়া চ্যাম্পিয়ন
‘নিরাপদ সমাজ, নিরাপদ নারী’-স্লোগানে অনুষ্ঠিত নারী দিবস রেগুলার ম্যারাথনে রেগুলার বাংলাদেশের পাপিয়া খাতুন চ্যাম্পিয়ন, হামিদা
বঙ্গবন্ধু বাংলাদেশ প্রিমিয়ার লিগ বিপিএলের ১৯তম ম্যাচে বৃষ্টি হানা দিয়েছে। শুক্রবার মিরপুরে বৃষ্টির কারণে সিলেট ও বরিশালের মধ্যকার দিনের প্রথম খেলা অনিশ্চিত। দুপুর সাড়ে ১২টার পরই বৃষ্টি শুরু হয়। প্রতিবেদন লেখা পর্যন্ত দুপুর ২টা ৩০মিনিটেও বৃষ্টি হচ্ছে।
দুপরে গা গরমের জন্য দুই দলের ক্রিকেটাররা যখন মাঠে অনুশীলন শুরু করে। ঠিক তখনেই ঝড়ো হাওয়া মিরপুরের আকাশা অন্ধকার হয়ে যায়। এরপরই নেমে এলো ঝুম বৃষ্টি। ক্রিকেটাররা অনুশীলন ছেড়ে ফিরে যান ড্রেসিং রুমে। মাঠকর্মীরা মিরপুরের উইকেট ঢেকে রাখেন।
দিনের প্রথম ম্যাচ শুরু হওয়ার কথা ছিল দুপুর দেড়টায়। টানা বৃষ্টির কারণে খেলা অনিশ্চিত। বৃষ্টির কারণে আপাতত আঝে ড্রেসিং রুমে বন্দি ফরচুন বরিশাল ও সিলেট সানরাইজার্স দল।
এর আগে বৃহস্পতিবার রাতের ম্যাচেও হঠাৎ ঝুম বৃষ্টি হানা দেয়। তাতে খেলা বন্ধ থাকে এক ঘণ্টার বেশি। পরে ম্যাচ নেমে আসে ১৮ ওভারে। এবার ম্যাচ শুরু হতেই দেরি। টুর্নামেন্টে পাঁচ ম্যাচে একটিতে জয়ের দেখা পাওয়া সিলেটের জন্য এই ম্যাচে জয় ভীষণ গুরুত্বপূর্ণ। অন্যদিকে ছয় ম্যাচের চারটিতে জিতে সাকিবের বরিশাল বেশ সুবিধাজনক অবস্থানেই আছে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।