বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
কুষ্টিয়ার খাজানগর চালের মোকামের এক চালকল মালিকের ৪৭০ বস্তা চাল কৌশলে অন্যত্র বিক্রি করে দিয়েছিল সংঘবদ্ধ একটি চক্র। প্রায় এক মাসের চেষ্টায় বিষয়টির সুরাহা করেছে কুষ্টিয়া জেলা পুলিশ। পুলিশ এ ঘটনায় চুরি হয়ে যাওয়া ৪৭০ বস্তা চালসহ ওই কাভার্ডভ্যানটি উদ্ধার করতে সক্ষম হয়েছে। সেই সাথে চক্রের সক্রিয় সদস্য ওই কাভার্ড ভ্যানের চালক ও হেলপারকে গ্রেফতার করেছে।
ঘটনার সাথে জড়িত ওই কাভার্ডভ্যান চালক ও হেলপারকে আটকের পর তাদের স্বীকারোক্তি অনুযায়ী দেশের বিভিন্ন স্থান থেকে ওই চাল উদ্ধার করেছে পুলিশ।
মঙ্গলবার এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানায় পুলিশ।
কুষ্টিয়ার পুলিশ সুপার খায়রুল আলম জানান, জেলা পুলিশ অপরাধ নির্মূলে সবসময় সচেষ্ট রয়েছে। অপরাধ করে কেউ পার পাবে না।
চাল আত্মসাতের ঘটনাটি খুব দ্রুততার সাথে সুরাহা করার মাধ্যমে পুলিশ এটা প্রমাণ করতে পেরেছে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।