বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
শরীয়তপুর সদর উপজেলার চিকন্দি ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে একটি ভোট কেন্দ্রে হামলা করেছে দুর্বৃত্তরা। ৩ নম্বর ওয়ার্ডের বগাদি সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে সন্ধ্যা ৬ টার দিকে এ হামলার ঘটনা ঘটেছে। হামলাকারীরা ৪টি মটর সাইকেল, ১টি ট্রাকে অগ্নিসংযোগ করেছে। আরেকটি মটর সাইকেল ভাংচুর করে পানিতে ফেলে দেয়। এ সময় পুলিশের উপ-পরিদর্শক আনোয়ার হোসেন ও কনষ্টেবল শরিফুল ইসলাম আহত হয়েছেন। অভিযোগ উঠেছে পরাজিত মেম্বার প্রার্থীদের সমর্থকরা এ হামলা চালিয়েছেন।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, সোমবার সদর উপজেলার চিকন্দি ইউপি নির্বাচনে ইভিএমে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। ওই ইউপির ৩ নম্বর ওয়ার্ডের পাঁচজন প্রার্থী মেম্বার পদে প্রতিদ্বদ্বিতা করেন। বিকেল সাড়ে ৫টার দিকে বগাদি সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোট কেন্দ্রের দায়িত্বে থাকা প্রিজাইডিং কর্মকর্তা ইমাম হোসেন ভোটের ফলাফল ঘোষনা করেন। মেম্বার প্রার্থীদের ফলাফল ঘোষনা করা শেষ হলে কেন্দ্রের বাহিরে থাকা পরাজিত প্রার্থীদের সমর্থকরা ভোট কেন্দ্র লক্ষ্য করে ইটপাটকেল ও ককটেল বিস্ফোরণ ঘটাতে থাকেন। হামলাকারীরা ভোট কেন্দ্রের মাঠে থাকা পুলিশের দুটি, সহকারি প্রিজাইডিং অফিসারদের দুটি মটর সাইকেল ও ভোটের মালামাল পরিবহনের কাজে ব্যবহৃত একটি ট্রাকে আগুন ধরিয়ে দেয়। তারা আরেকটি মটর সাইকেল ভাংচুর করে পানিতে ফেলে দেয়। পরিস্থিতি নিয়ন্ত্রনে আনতে পুলিশ ১০ রাউন্ড ফাকা গুলি ছোড়ে। পরে নির্বাহী ম্যাজিষ্ট্রেট কাফি বিন কবির পুলিশ, র্যাব ও বিজিবি নিয়ে হামলাকারিদের ধাওয়া করে ছত্রভঙ্গ করে দেন। অতিরিক্ত পুলিশ সুপার তানভির হায়দার ও পালং মডেল থানার ওসি আক্তার হোসেন ভোটের কাজে নিয়োজিত কর্মকর্তাদের ও ভোটের মালামাল উদ্ধার করে উপজেলা সদরে নিয়ে যান।
প্রিজাইডিং অফিসার ইমাম হোসেন বলেন, ইভিএমে ভোট নেয়া হয়েছে। ভোট শেষে ফলাফলের প্রিন্টকপি প্রার্থীদের এজেন্টের কাছে দেয়া হয়। ফলাফল ঘোষনার সাথে সাথে একদল দুর্বৃত্ত ভোট কেন্দ্র লক্ষ্য করে ককটেল বোমার বিস্ফোরন ঘটাতে থাকে। তারা ৪টি মটর সাইকেল ও একটি ট্রাক আগুন দিয়ে পুড়িয়ে দেয়। পরিস্থিতি নিয়ন্ত্রনে আনার জন্য ও নির্বাচনি দায়িত্ব পালন করা কর্মকর্তা ও কর্মচারিদের নিরাপত্তার জন্য পুলিশকে গুলি ছোরার নির্দেশ দেই। পরে বিজিবি ও র্যাব সদস্যরা আমাদের উদ্ধার করেন।
পালং মডেল থানার (শরীয়তপুর সদর) ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.আক্তার হোসেন বলেন, চিকন্দি ইউপির ৩ নম্বর ওয়ার্ডের সদস্য পদে পরাজিত প্রার্থী হাফিজ উদ্দিনের সমর্থকরা হামলা চালিয়েছে বলে আমরা অভিযোগ পেয়েছি। ঘটনার পর থেকে হাফিজ উদ্দিন পলাতক। বিষয়টি তদন্ত করা হচ্ছে। আটক করার জন্য হামলাকারিদের খোঁজা হচ্ছে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।