মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
দক্ষিণ এশিয়ার দেশ ভারতের কানপুরে একটি ইলেকট্রিক বাস নিয়ন্ত্রণ হারিয়ে পথচারীসহ দাঁড়িয়ে থাকা বেশ কয়েকটি গাড়িকে ধাক্কা দিয়েছে। এতে ঘটনাস্থলেই ছয়জনের প্রাণহানি ঘটে। ভয়াবহ ওই দুর্ঘটনায় আহত হয়েছেন আরও ১২ জন।
ভারতীয় মিডিয়া এনডিটিভি জানিয়েছে, সোমবার (৩১ জানুয়ারি) স্থানীয় সময় সকালে ঘটা দুর্ঘটনায় আহতদের দ্রুত উদ্ধার করে পার্শ্ববর্তী হাসপাতালে নেওয়া হয়। দুর্ঘটনার পরপরই বাসচালক পালিয়ে যান।
পূর্ব কানপুর পুলিশের উপ কমিশনার প্রমোদ কুমার জানিয়েছেন, ঘটনাটির তদন্তকাজ এরই মধ্যে শুরু হয়েছে। বাসচালককেও আটকের চেষ্টা চলছে।
এ দিকে দুর্ঘটনায় হতাহতদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন ভারতের রাষ্ট্রপতি রাম নাথ কোবিন্দ।
টুইট বার্তার মাধ্যমে তিনি বলেছেন, কানপুরের সড়ক দুর্ঘটনার খবর জেনে আমি গভীরভাবে মর্মাহত। নিহতদের পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা প্রকাশ করছি। একই সঙ্গে আহতদের দ্রুত সুস্থতা কামনা করছি। সূত্র : এনডিটিভি
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।