গুলিস্তানের বিস্ফোরণে নিহত ১৬ জনের নাম-পরিচয় পাওয়া গেছে
রাজধানীর গুলিস্তানের সিদ্দিক বাজার এলাকায় ভয়াবহ বিস্ফোরণের ঘটনায় এখন পর্যন্ত ১৬ জন নিহত হয়েছেন। এ
রাজধানীর ভাটারা এলাকার কোকাকোলা মোড়ে সিএনজিচালিত একটি অটোরিকশাকে বাসের ধাক্কায় ২ যুবক নিহত হয়েছেন। গুরুতর আহত হয়েছেন চালকসহ দু’জন। আজ বুধবার ভোর সোয়া ৬টার দিকে এ ঘটনা ঘটে।
নিহত অটোরিকশা যাত্রীরা হলেন- বেলাল (৩০) ও শ্যামল (৩৫)। আহত সিএনজি চালক আবু সাঈদ (৩৫) ও আরেক যাত্রীর নাম জানা যায়নি। ঘটনাস্থলে উপস্থিত ভাটারা থানার এসআই এজাজুল হক দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
পুলিশ জানায়, ভোর সোয়া ৬টার দিকে কোকাকোলা মোড়ে সিএনজিচালিত অটোরিকশাটি ইউটার্ন নেয়ার সময় দ্রুতগতির একটি নাইট কোচ ধাক্কা দেয়। পরে পথচারীরা তাদেরকে উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যায়। সেখানের দু’জনের মৃত্যু হয়। আর আহত দু’জনের মধ্যে সিএনজি চালক আবু সাঈদ ঢাকা মেডিক্যালে ও অপর যাত্রী কুর্মিটোলা জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
দুজনের বিস্তারিত পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায় নি। তাদের লাশ ঢাকা মেডিকেল মর্গে রাখা হয়েছে। দুর্ঘটনার পর ঘাতক বাসটি পালিয়ে গেছে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।