গুলিস্তানের বিস্ফোরণে নিহত ১৬ জনের নাম-পরিচয় পাওয়া গেছে
রাজধানীর গুলিস্তানের সিদ্দিক বাজার এলাকায় ভয়াবহ বিস্ফোরণের ঘটনায় এখন পর্যন্ত ১৬ জন নিহত হয়েছেন। এ
রাজধানীর ধানমন্ডি এলাকায় বাসের ধাক্কায় আব্দুর রহিম (৪৪) নামে ১ রিকসা আরোহীর মৃত্যু হয়েছে। রোববার রাত ১০টার দিকে এ দুর্ঘটনা ঘটে। আজ সোমবার সকালে চিকিৎসাধীন অবস্থায় তিনি নর্দান হাসপাতালের আইসিইউতে মারা যান।
ধানমন্ডি থানার উপ-পরিদশর্ক (এসআই) নুর উদ্দিন জানান, গতকাল রাতে ধানমন্ডি ৮/এ কেবি স্কয়ারের সামনে ইকোনো পরিবহনের একটি বাস রিকশাকে ধাক্কা দেয়। এতে রিকশা থেকে ছিটকে পড়ে রিকসা আরোহী আব্দুর রহিম (৪৪) ও চালক মিলন (২৮) আহত হন। পরে তাদের নর্দান হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে আইসিইউতে ভর্তি করা হয় রহিমকে। প্রাথমিক চিকিৎসা নিয়ে চলে যান রিকশা চালক মিলন।
তিনি আরো জানান, আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় আজ সকালে মৃত্যু হয় আ. রহিমের। পরে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠানো হয়। ঘাতক বাসটি জব্দ করা হয়েছে। নিহত আব্দুর রহিম হাজারীবাগে থাকতেন।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।