বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
নগরীর পুরাতন বাকলিয়া থানা এলাকায় বাসচাপায় পাঠাও রাইড শেয়ারিং মোটর সাইকেলের চালক নিহত এবং যাত্রী গুরুতর আহত হয়েছেন।
সোমবার সকাল নয়টার দিকের ওই দুর্ঘটনায় নিহতের নাম আজাদ (৩০)।
তিনি বাকলিয়া থানার কালামিয়া বাজার এলাকার আবদুস সোবহান সড়কের আবুল কাশেমের ছেলে।
এ ঘটনায় গুরুতর আহত পাঠাও এর যাত্রীইমরান একই এলাকার আবদুল করিমের ছেলে। তিনি চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের ২৮ নম্বর ওয়ার্ডে চিকিৎসাধীন।
হাসপাতালের পুলিশ ফাঁড়ির এএসআই আলাউদ্দিন তালুকদার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, পুরাতন বাকলিয়া থানার সামনে মার্শা পরিবহনের একটি বাস মোটর সাইকেলটিকে সামনে থেকে ধাক্কা দেয়।
“সকাল সাড়ে নয়টার দিকে হাসপাতালে আনা হলে চিকিৎসক আজাদকে মৃত ঘোষণা করেন।”
বাকলিয়া থানার ওসি নেজাম উদ্দিন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, মার্শা পরিবহনের বাসটি আটক করা হয়েছে। এর চালককে ধরতে অভিযান চলছে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।