গুলিস্তানের বিস্ফোরণে নিহত ১৬ জনের নাম-পরিচয় পাওয়া গেছে
রাজধানীর গুলিস্তানের সিদ্দিক বাজার এলাকায় ভয়াবহ বিস্ফোরণের ঘটনায় এখন পর্যন্ত ১৬ জন নিহত হয়েছেন। এ
রাজধানীর বনানী এলাকায় সড়ক দুর্ঘটনায় ফয়সাল আহমেদ (২৬) নামের এক ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। নিহতের লাশ উদ্ধার করেছে পুলিশ। গতকাল শুক্রবার রাত ৮টার দিকে দুর্ঘটনাটি ঘটে। মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
বনানী থানার উপ-পরিদর্শক (এসআই) আব্দুল কাউয়ুম জানান, বনানীর চেয়ারম্যান বাড়ি এলাকায় মোটরসাইকেলকে একটি বাস ধাক্কা দেয়। এতে মোটরসাইকেল আরোহী ফয়সাল ঘটনাস্থলে মারা যান। তার কাছে থাকা কাগজপত্র দেখে নাম পরিচয় জানা যায়।
তিনি আরও জানান, ফয়সাল ঢাকা বিশ্ববিদ্যালয়ের এমবিএর শিক্ষার্থী ছিলেন। সে পিরোজপুর জেলার কাউখালী উপজেলার আবুল হোসেনের ছেলে। বর্তমানে মিরপুর পীরের বাগ এলাকায় থাকতেন।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।