Inqilab Logo

শুক্রবার ২৩ নভেম্বর ২০২৪, ০৮ অগ্রহায়ণ ১৪৩১, ২০ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

কিন্ডারগার্টেন ও নন-এমপিও শিক্ষকদের কথা ভাবুন

| প্রকাশের সময় : ৩১ জানুয়ারি, ২০২২, ১২:০৫ এএম

করোনার নতুন ভ্যারিয়েন্ট ওমিক্রনের ঢেউ এখন সর্বত্র। ২০২০ সালের ৮ মার্চ দেশে প্রথম করোনা ভাইরাস শনাক্ত হয়। যার পরিপ্রেক্ষিতে ১৭ মার্চ থেকে দেশের সকল শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ করে দেওয়া হয়। দীর্ঘ দেড় বছর প্রতিষ্ঠান বন্ধ থাকায়, নন-এমপিও এবং কিন্ডারগার্টেনের অধিকাংশ শিক্ষককে পেশা বদল করতে হয়েছে। সরকার দু’দফা প্রণোদনা দিয়েছে পাঁচ হাজার টাকা এবং কর্মচারীদের আড়াই হাজার টাকা করে, যা দিয়ে একটা পরিবার চালানো কোনোভাবেই সম্ভব ছিল না। এখন আবার ওমিক্রনের বিস্তার শুরু হওয়ায় নতুন করে স্কুল-কলেজ বন্ধ ঘোষণা করা হয়েছে। এর ফলে শিক্ষাপ্রতিষ্ঠানগুলো আবারো নিস্তবদ্ধ হয়ে গেছে। করোনাকালীন বন্ধে সরকারি এবং এমপিওভুক্ত শিক্ষকদের বেতন চলমান থাকলেও বঞ্চিত ছিল লক্ষাধিক নন-এমপিও এবং কিন্ডার গার্টেনের শিক্ষকরা। কারণ, শিক্ষার্থীদের বেতন-ফি দিয়েই তাদের বেতন দেওয়া হয়। গত বছরের (১২ সেপ্টেম্বর) স্কুল-কলেজ স্বল্প পরিসরে খুলে দেওয়ায় আশার মুখ দেখেছিল লক্ষাধিক শিক্ষক। কিন্তু ওমিক্রনের কারণে ফের প্রাথমিকভাবে দুই সপ্তাহের জন্য সকল শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ। আবার যেন শিক্ষকদের জীবনে গহীন অন্ধকার নেমে আসতে যাচ্ছে। সুতরাং, শিক্ষকরা যাতে কোনভাবে ধুঁকে ধুঁকে জীবন পার না করে সেদিকে সরকার যেন সুদৃষ্টি রাখে।

মো. আব্দুল করিম গাজী
শিক্ষার্থী, ফেনী সরকারি কলেজ



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন