Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

রাজবাড়ীতে অটোচালক সহ ২ জনকে হত্যা

রাজবাড়ী জেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ২৭ জানুয়ারি, ২০২২, ৫:৪৫ পিএম

রাজবাড়ীতে অটোচালক সহ ২ জনকে হত্যা করা হয়েছে। বৃহস্পতিবার (২৭ জানুয়ারী) পুলিশ লাশ উদ্ধার করে মৃত্যুর রহস্য উদঘাটনের জন্য মর্গে প্রেরণ করে। জানা যায়, গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া শাহদত মেম্বারের পাড়া গ্রামে জাকির সেখ (৩২) কে নিজ ঘরে বুধবার গভীর রাতে দুর্বৃত্তরা গলা টিপে হত্যা করে। সে ঐ গ্রামের ইউসুফ শেখের পুত্র। জাকির সেখ দৌলতদিয়া ঘাটে ট্রাক বুকিং করে জীবিকা নির্বাহ করতো। বাড়ীর পাশে তার শ্বশুরবাড়ী তার স্ত্রী মাহফুজা ১ সন্তান নিয়ে পিতা নজরুরের বাড়ীতে ছিল। বৃহস্পতিবার সকাল ৭ টার দিকে ডাকা ডাকি করিলে কোন শব্দ না পেয়ে ঘরে তাকে মৃত অবস্থায় পাওয়া যায়। জাকিরের মামা মোস্তফা জানান, ঘরের দরজা দেওয়া ছিল না। তাকে গলা টিপে হত্যা করা হয়েছে। গোয়ালন্দ ঘাট থানার ওসি স্বপন কুমার মজুমদার জানান, জাকিরের মৃত্যুর সংবাদ পেয়ে ঘটনাস্থলে পরিদর্শন করি। দুপুরে লাশ উদ্ধার করে মৃত্যুর প্রকৃত রহস্য উদঘাটনের জন্য রাজবাড়ী মর্গে প্রেরণ করা হয়েছে। অপরদিকে রাজবাড়ী কালুখালী উপজেলার চাঁদপুর বাসস্ট্যান্ডের অদূরে ফায়ার সার্ভিস অফিসের কাছে অটো চালককে সুজন পাঠান (২০) কে মারপিট করে অজ্ঞান করে অটো নিয়ে যায় সন্ত্রাসীরা। কালুখালী থানার ওসি নাজমুল হাসান জানান, বুধবার রাত পনে ৭টার দিকে সড়কের পাশে অজ্ঞাতনামা যুবক পড়ে রয়েছে সংবাদ পেয়ে দ্রুত পুলিশ ঘটনাস্থলে পৌছায়। তাকে কালুখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পর কর্তব্যরত চিকিৎসক জানান, রোগীর অবস্থা খুবই খারাপ তাকে উন্নত চিকিৎসার জন্য রাজবাড়ী সদর হাসপাতালে পাঠানো হয়। রাজবাড়ী সদর হাসপাতাল থেকে রাতেই ফরিদপুর বঙ্গবন্ধু মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। বৃহস্পতিবার সকাল ১১টায় সুজন পাঠানের মৃত্যুর সংবাদ জানতে পারি। তাহার বাড়ী গোয়ালন্দ উপজেলার চর বালিয়াকান্দি গ্রামের আবুল পাঠানের পুত্র। সুজন পাঠানের মামা কাসেম জানান, রাজবাড়ী শহর থেকে সুজনকে ৪/৫ জন সন্ত্রাসী অটো ভাড়া করে নিয়ে মহাসড়কে মাথায় আঘাত করে হত্যার পর লাশ সড়কে ফেলে অটো নিয়ে যায়।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: হত্যা


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ