Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

নবীগঞ্জে ডাকাতির প্রস্তুতিকালে ৫ ডাকাত আটক

নবীগঞ্জ (হবিগঞ্জ) উপজেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ২৭ জানুয়ারি, ২০২২, ৫:৪১ পিএম

গত বুধবার গভীর রাতে ঢাকা-সিলেট মহাসড়কের নবীগঞ্জ উপজেলার দেবপাড়া ইউনিয়নের দেবপাড়া বালিধারা বাজার সংলগ্ন শাহজালাল রেস্টুরেন্ট এর নিকটে ডাকাতির প্রস্তুতির সময় আন্তজেলা ডাকাতদলের ৫ সদস্যকে গ্রেফতার করেছে নবীগঞ্জ থানা পুলিশ। গোপন সংবাদের ভিত্তিতে নবীগঞ্জ থানার ওসি মোঃ ডালিম আহমদের নেতৃত্বে ও গোফলার বাজার পুলিশ তদন্ত কেন্দ্রের ওসি মোঃ শামসুজ্জামান ও নবীগঞ্জ থানার সেকেন্ড অফিসার এস আই সমিরন দাশ অভিযান চালিয়ে পুলিশ ডাকাতদের কাছ থেকে ডাকাতি কাজে ব্যবহৃত দেশীয় অস্ত্র ও যন্ত্রপাতি ১টি তালা কাটার যন্ত্র, ২টি লোহার রড, ১টি লোহার সাবল, ১টি স্টিলের চাকু, সাদা রংয়ের রশি উদ্বার করা হয়েছে। এ ছাড়াও ডাকাতি কাজে ব্যবহৃত ১টি এইচ পিকআপ গাড়ী, রেজিঃ নং-সিলেট মেট্রোঃ-ন-১১-১৮১৩ আটক করা হয়েছে। আটককৃত ডাকাতরা হল, মোঃ মতিবুর রহমান (২৫), পিতা-মোঃ নইমুল্লাহ হোসেন, সাং-গড়ের গাও, থানা- বিশ্বম্ভপুর, সুনামগঞ্জ, মোঃ রিপন হোসেন (২৬), পিতা-জয়নাল আবেদীন, সাং-লাটি, থানা-গোয়াইনঘাট, সিলেট, সাহাব উদ্দিন (২৬), পিতা-আঃ খালেক, সাং-বীরগাও, থানা-নবীনগর, ব্রাক্ষনবাড়িয়া, আহাদ মিয়া (৪২), পিতা-মোস্তফা মিয়া, সাং-কদমহাটা, থানা-রাজনগর, মৌলভীবাজার, কামরুল ইসলাম ওরপে কামরুল হাসান (২৬), পিতা-জমশেদ মিয়া, সাং-রুস্তুমপুর, থানা-নবীগঞ্জ। এ ঘটনায় পুলিশ বাদী হয়ে গ্রেফতারকৃত ৫ আসামীসহ অজ্ঞাত আরো ৬/৭ জনের নামে নবীগঞ্জ থানায় একটি ডাকাতি মামলা দায়ের করা হয়েছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: আটক


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ