Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সাইফের অনুশীলনে মুগ্ধ ক্যাবরেরা

স্পোর্টস রিপোর্টার | প্রকাশের সময় : ২৬ জানুয়ারি, ২০২২, ১২:০১ এএম

ঢাকা আবাহনী লিমিটেড, উত্তর বারিধারার পর এবার সাইফ স্পোর্টিং ক্লাব পরিদর্শন করলেন জাতীয় ফুটবল দলের স্প্যানিশ প্রধান কোচ হ্যাভিয়ের ক্যাবরেরা। গতকাল দুপুর ২টায় কাওলার আশিয়ান সিটির মাঠে সাইফের অনুশীলন দেখতে যান তিনি। এ সময় তার সঙ্গে ছিলেন জাতীয় দলের সহকারী কোচ মাসুদ কায়সার ও বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) টেকনিক্যাল ডিরেক্টর পল স্মলি। সাইফের অনুশীলন ভেন্যুতে ক্যাবরেরাকে স্বাগত জানান ক্লাবটির সাধারণ সম্পাদক মাহবুবুর রহমান সুমন। সাইফ স্পোর্টিংয়ের অনুশীলন দেখে মুগ্ধ হন ক্যাবরেরা। ক্লাবটির অবকাঠামো এবং অনুশীলন ব্যবস্থাতেই শুধু সন্তুষ্ট হননি তিনি, সাইফের টেকনিক্যাল টিমেরও ভূঁয়সী প্রশংসা করেছেন ক্যাবরেরা। জাতীয় দলের অধিনায়ক জামাল ভূঁইয়া যিনি সাইফেরও অধিনায়ক। বাংলাদেশের ফুটবলারদের মধ্যে জামালই বেশি পরিচিত ক্যাবরেরার কাছে। সাইফ স্পোর্টিং ক্লাব পরিদর্শনকালে দলটির অনুশীলনে জামালকে পেয়ে দারুণ খুশি হন জাতীয় দলের নতুন কোচ।
বাংলাদেশ ফুটবলে ব্রিটিশ কোচ জেমি ডে’র অধ্যায় শেষ হলে মাত্র ক’দিন আগেই জাতীয় দলের দায়িত্বে এসেছেন হ্যাভিয়ের ক্যাবরেরা। তাই তো এখন পর্যন্ত লালসবুজের খেলোয়াড়দের পরখের সুযোগ পাননি তিনি। কারণ বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) প্রস্তুতিতে এখন ব্যস্ত সময় পার করছেন খেলোয়াড়রা। তাই তো বাফুফের নির্দেশিত পথে হেঁটে বিপিএলের ক্লাবগুলো ঘুরে শিষ্যদের দেখে নিচ্ছেন ক্যাবরেরা। সাইফ স্পোর্টিংসহ তিন ক্লাব ঘুরে দেখার অভিজ্ঞতা বর্ণনা করে ক্যাবরেরা বলেন, ‘খেলোয়াড়দের দেখে আমি মুগ্ধ। বিশেষ করে তাদের টেকনিক্যাল সক্ষমতা, প্রগাড়তায়। আশাকরি এদের মধ্য থেকে বাছাই করে ভালো একটা জাতীয় দল গড়তে পারবো।’ অধিনায়ক জামাল ভূঁইয়ার সঙ্গে সাক্ষাতের বিষয়ে ক্যাবরেরা বলেন,‘জামাল খুব ভালো প্লেয়ার। সাইফের প্রাণভোমরা সে।’ নিজের দলে কেমন অধিনায়ক প্রত্যাশা করেন- এমন প্রশ্ন ক্যাবরেরার উত্তর, ‘দলের জন্য অধিনায়ক খুবই গুরুত্বপূর্ণ। সে মূলত টেকনিক্যাল স্টাফ এবং প্লেয়ারদের মধ্যে সংযোগ সিঁড়ি হিসেবে কাজ করে থাকে। সে দলে এবং খেলোয়াড়দের মধ্যে উৎসাহ যোগানোর কাজটি করে। এ ধরনের গুণাবলীসম্পন্ন অধিনায়কই আমি প্রত্যাশা করি।’
ক্যাবরেরা প্রসঙ্গে জামাল ভূঁইয়া বলেন, ‘ক্যাবরেরার সঙ্গে আগেও আমার একটা মিটিং হয়েছে। উনার আইডিয়া শুনেছি। তিনি কি চান তা বোঝার চেষ্টা করেছি। তার ভিশনটা কি এবং সামনে কিভাবে কাজ করবেন সেসব নিয়েই মূলত কথা হয়েছে।’ তিনি যোগ করেন, ‘স্প্যানিশ কোচরা ইংলিশদের চেয়ে কিছুটা ব্যতিক্রম হয়ে থাকেন। ওরা পায়ে বেশিক্ষণ বল রাখতে চায়। নিজেদের অধীনে বল রেখে খেলতে চায়। বল পজিশন এবং গোল স্কোরিংটাই মূল কথা। কারণ আমরা কম গোল করি।’
নতুন কোচের বিশেষত্ব কি দেখলেন- এমন প্রশ্ন জামাল বলেন, ‘ক্যাবরেরার সঙ্গে এখনো আমরা মাঠের অনুশীলন শুরু করিনি। তিনি তো স্প্যানিশ, তাই অন্য স্প্যানিশ কোচদের মতোই হবেন। তিনি নিজস্ব স্টাইল প্রতিস্থাপনের চেষ্টা করবেন। আমরা তার সঙ্গে কাজ করতে মুখিয়ে আছি।’



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: সাইফ


আরও
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ