পটুয়াখালীর যুবক ক্বারী সাইয়্যেদ মুসতানজিদ বিল্লাহ রব্বানীর কোরআন তেলাওয়াতে মুগ্ধ যুক্তরাষ্ট্রবাসী
ইসলামি সভ্যতা ও সংস্কৃতি বিকাশে বাংলাদেশের অবদান অনস্বীকার্য। এদেশে ইসলামি সংস্কৃতি চর্চার ইতিহাস অনেক প্রাচীন।
বাম গণতান্ত্রিক জোটের সমন্বয়ক, বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক বলেছেন, দেশের গণতান্ত্রিক ভবিষ্যৎ নিশ্চিত করতে সরকার পরিবর্তনের পাশাপাশি চলমান স্বৈরতান্ত্রিক ব্যবস্থার মূলোৎপাটন করা জরুরি। সেগুনবাগিচায় সংহতি মিলনায়তনে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির কেন্দ্রীয় রাজনৈতিক কর্মশালায় গতকাল তিনি একথা বলেন।
সাইফুল হক বলেন, বিদ্যমান অগণতান্ত্রিক সাংবিধানিক ও রাজনৈতিক ব্যবস্থার পরিবর্তন ছাড়া দেশে ন্যূনতম গণতান্ত্রিক ও জবাবদিহিমূলক দায়বদ্ধ রাজনৈতিক বিধিব্যবস্থা প্রতিষ্ঠিত করা যাবে না।
তিনি বলেন, ৭১ এর সশস্ত্র মুক্তিযুদ্ধের পর যে রাষ্ট্রের গণতান্ত্রিক ও মানবিক হবার দায় ছিল গত পঞ্চাশ বছরে সেই রাষ্ট্রকে দমনমূলক বলপ্রয়োগের প্রতিষ্ঠানে পরিণত করে জনগণের বিরুদ্ধে দাঁড় করানো হয়েছে। রাষ্ট্রীয় বাহিনী ও প্রতিষ্ঠানসমূহকে জনবান্ধব করার পরিবর্তে জননিপীড়ন আর জনভোগান্তির প্রতিষ্ঠানে পরিণত করা হয়েছে।
পার্টির রাজনৈতিক পরিষদের সদস্য বহ্নিশিখা জামালীর সভাপতিত্বে রাজনৈতিক কর্মশালায় বক্তব্য রাখেন রাজনৈতিক পরিষদের সদস্য আকবর খান, আবু হাসান টিপু, আনছার আলী দুলাল, কেন্দ্রীয় সদস্য রাশিদা বেগম, সিকদার হারুন রশীদ মাহমুদ, ইফতেখার আহমেদ বাবু প্রমুখ।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।