প্রাক্তন প্রেমিকের নির্যাতনের শিকার অভিনেত্রী
মালায়ালাম সিনেমার অভিনেত্রী আনিকা বিক্রমন। প্রাক্তন প্রেমিক অনুপ পিল্লাই তাকে শারীরিকভাবে নির্যাতন করেছেন বলে অভিযোগ
বিয়ে করে সংসারী হয়েছেন চিত্রনায়িকা পপি, এমন গুঞ্জণ সিনেমাঙ্গণে রয়েছে। ইতোমধ্যে কন্যা সন্তানের মা-ও হয়েছেন বলে শোনা যাচ্ছে। তার এই ঘর-সংসার ও মা হওয়ার বিষয়গুলো তার ঘনিষ্টজনরা বিভিন্নভাবে সত্যতার প্রমান পেয়েছেন। এখন তিনি সংসার নিয়েই ব্যস্ত সময় পার করছেন। সন্তানের লালন-পালনে সময় কাটাচ্ছেন। বাইরে খুব একটা বের হন না। তার ঘনিষ্ট একজন জানান, পপির আপাতত কাজে ফেরা হচ্ছে না। সংসারে সময় দিচ্ছেন। তার হাতে এখন নতুন সিনেমাও নেই। যেসব সিনেমা ছিল, সেগুলোর কাজ সংসার শুরুর আগেই শেষ করেছেন। রাজু আলীমের নির্মাণাধীন প্রজাপতি নামে একটি সিনেমার গানের শুটিং বাকি আছে। তবে এ গানটি তিনি করবেন না বলে জানিয়ে দিয়েছেন। এখন প্রশ্ন উঠেছে, পপি কি আবার কাজে ফিরবেন? নাকি সিনেমা জগতকে বিদায় জানিয়েছেন? তার ঘনিষ্ট এক নির্মাতা জানান, আপাতত কাজে ফিরছেন না। সংসার ও সন্তানকে সময় দিচ্ছেন। সন্তান একটু বড় হলে কাজে ফিরবেন। ফিরতে ফিরতে আরও এক বছর সময় লাগতে পারে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।