প্রাক্তন প্রেমিকের নির্যাতনের শিকার অভিনেত্রী
মালায়ালাম সিনেমার অভিনেত্রী আনিকা বিক্রমন। প্রাক্তন প্রেমিক অনুপ পিল্লাই তাকে শারীরিকভাবে নির্যাতন করেছেন বলে অভিযোগ
স্টাফ রিপোর্টার : দীর্ঘদিন ধরে চিত্রনায়িকা পপির কোনো সিনেমা মুক্তি পাচ্ছে না। তার সর্বশেষ সিনেমা মুক্তি পেয়েছিল গত বছরের ২৯ মে আবদুল্লাহ আল মামুন পরিচালিত দুই বেয়াইয়ের কীর্তি সিনেমাটি। এরপর এক বছর হয়ে গেলেও তার কোনো সিনেমা মুক্তি পায়নি। অবশ্য ইতোমধ্যে দুয়েকটি নতুন সিনেমায় তিনি অভিনয় করেছেন। এর মধ্যে সোনাবন্ধু নামে একটি সিনেমা রয়েছে। এছাড়া তার হাতে তেমন কোনো কাজ নেই। অনেকটা অবসর সময়ই কাটাচ্ছেন তিনি। তবে চলচ্চিত্রে না থাকলেও টেলিভিশন নাটক ও টেলিফিল্মে পপি প্রায় নিয়মিত অভিনয় করেন। এ নিয়ে বলেন, আপাতত নতুন কোনো কাজ নেই। ঈদেও নতুন নাটক বা টেলিফিল্মে মনে হয় অভিনয় করা হবে না। বেশ কিছু নাটক ও টেলিছবির প্রস্তাব পেয়েছি। সেগুলো পছন্দ হয়নি। চলচ্চিত্রের বর্তমান পরিস্থিতি সম্পর্কে পপি বলেন, চলচ্চিত্রের বর্তমান পরিস্থিতি যাচ্ছেতাই। দিন দিন হতাশা আর হতাশা শুনতে শুনতে আর ভাল লাগছে না। এ অবস্থা থেকে বেরিয়ে আসার পথ আমার জানা নেই। সবাই শুধু সমস্যার কথাই বলছেন, সমস্যা সমাধানে কেউ এগিয়ে আসছে না। তিনি বলেন, এখন দর্শকের রুচি ও চাহিদা অনুযায়ী ছবি হচ্ছে না। ধুন্ধুমার মারামারি আর গরপড়তা গল্প দিয়ে তৈরি ছবির চেয়ে মনে দাগ কাটে এমন ছবি দর্শক এখন বেশি দেখে। এসব বিষয়গুলো নির্মাতাসহ সংশ্লিষ্টদের নজর দেওয়া উচিত। চলচ্চিত্রে নিজের আকাক্সক্ষা সম্পর্কে পপি বলেন, আমি চাই আমাকে গল্প প্রধান সিনেমায় অভিনয় করানো হোক। যেখানে নারী চরিত্রই হবে মুখ্য। কিন্তু তেমন কোনো প্রস্তাব পাচ্ছি না। এখন আমাকে দিয়ে তো আর কলেজ পড়ুয়া নায়িকার রোমান্টিক চরিত্র হবে না। আমার প্রয়োজন ভারী চরিত্র।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।