Inqilab Logo

বুধবার , ৭ জুন ২০২৩, ২৪ জ্যৈষ্ঠ ১৪২৯, ১৭ যিলক্বদ ১৪৪৪ হিজরী

বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানে পারফরম করছেন পপি

বিনোদন রিপোর্ট: | প্রকাশের সময় : ২৫ ফেব্রুয়ারি, ২০১৯, ১২:০৫ এএম

অনেকদিন ধরেই ভিন্ন ধরনের গল্পের সিনেমা খুঁজছেন পপি। তবে চাহিদা অনুযায়ী তেমন সিনেমা পাচ্ছেন না। ফলে আপাতত নতুন কোনো সিনেমা হাতে নিচ্ছেন না। নির্মানাধীন সিনেমাগুলোর কাজের পাশাপাশি বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানে তিনি পারফরম করছেন। পপি জানান, মনের মতো গল্প পাচ্ছি না বলে নিজেকে বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান ও প্রতিষ্ঠানের পণ্যের প্রচারের কাজ নিয়ে ব্যস্ত সময় কাটছে। কয়েক দিন আগে ঢাকার বাইরে আরএফএল (প্রাণ) কোম্পানির পণ্য প্রচারণায় বিভিন্ন জেলায় গিয়েছি। এ ধরনের কাজ প্রথমবার করছি। তবে কাজটি করতে ভাল লেগেছে। নতুন অভিজ্ঞতাও হয়েছে। এ ছাড়া বিভিন্ন জমকালো ইভেন্টের সাংস্কৃতিক অনুষ্ঠানে অংশ নিয়েছি। তবে আমার অপেক্ষা ভালো চলচ্চিত্রের জন্য। মনের মতো গল্পের সিনেমায় কাজ করতে চাই। গত বছরের শেষের দিকে যুদ্ধ শিশু এবং টার্ন নামের দুটি নতুন সিনেমায় চুক্তিবদ্ধ হয়েছি। শহীদুল হক খানের পরিচালনায় সিনেমা দুটির কাজ শুরু হওয়ার কথা থাকলেও নানা কারণে তা এখনো শুরু হয়নি। বর্তমানে সাহসী যোদ্ধা, সেভ লাইফ, কাটপিছ এবং কাঠগড়ায় শরৎচন্দ্র নামের সিনেমাগুলোর কাজ করছেন পপি।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: সাংস্কৃতিক অনুষ্ঠানে পারফরম করছেন পপি
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ