প্রাক্তন প্রেমিকের নির্যাতনের শিকার অভিনেত্রী
মালায়ালাম সিনেমার অভিনেত্রী আনিকা বিক্রমন। প্রাক্তন প্রেমিক অনুপ পিল্লাই তাকে শারীরিকভাবে নির্যাতন করেছেন বলে অভিযোগ
জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত চিত্রনায়িকা দীর্ঘদিন ধরে আড়ালে রয়েছেন। অনেকটা যোগাযোগ বিচ্ছিন্ন অবস্থায় রয়েছেন। তার এই আড়ালের কারণে গুঞ্জণ ছড়িয়ে পড়ে তিনি বিয়ে করে ঘর-সংসার করছেন। গুলশানে ফ্ল্যাট নিয়ে সেখানে বসবাস করছেন। এমনকি তার মা-ও বলেছিলেন, পপি তার খোঁজ-খবর নেন না। তার সাথে যোগাযোগ নেই। এরপরও পপির কোনো সাড়া-শব্দ পাওয়া যাচ্ছিল না। তবে তার ঘনিষ্ট একজন জানান, পপি ব্যক্তিগত কিছু কাজ নিয়ে ব্যস্ত থাকায় কারো সাথে যোগাযোগ করছেন না। তার এ কথার সত্যতা পাওয়া যায় তার ঘনিষ্টজনকে বলা কথা থেকে। পপি জানিয়েছেন, আমাকে নিয়ে যেসব গুঞ্জণ ছড়িয়েছে তার কোনো সত্যতা নেই। আমি কিছু ঝামেলায় আছি। ঝামেলা শেষ হয়ে গেলেই আবার সবার সঙ্গে যোগাযোগ করবো। আমাকে নিয়ে যেসব কথা বলা হচ্ছে, তার জবাব দেব। তিনি বলেছেন, আমি গণমাধ্যমের সৃষ্টি। আনন্দ বিচিত্রা আমাকে তারকা জগতে উত্তরণের সিঁড়ি তৈরি করে দিয়েছে। তাই গণমাধ্যম আমার স্বজন। গণমাধ্যমের কারণেই আমি আজকের পপি। সেই গণমাধ্যমের সঙ্গে বিতন্ডায় যাওয়া আমার পছন্দ নয়। বিয়ে প্রসঙ্গে তিনি বলেন, বিয়ে কোনো লুকোচুরির বিষয় নয়। বিয়ে করব, তা লুকিয়ে রাখব কেন? আর অবিবাহিত তারকাদের নিয়ে প্রেম-বিয়ের গুঞ্জণের অভাব হয় না। এসব গুঞ্জণ থাকেই। আমার ক্ষেত্রেও তাই হয়েছে। তিনি জানিয়েছেন, শিঘ্রই এসব বিষয় নিয়ে কথা বলব। তখন সব গুঞ্জণের অবসান হবে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।