প্রাক্তন প্রেমিকের নির্যাতনের শিকার অভিনেত্রী
মালায়ালাম সিনেমার অভিনেত্রী আনিকা বিক্রমন। প্রাক্তন প্রেমিক অনুপ পিল্লাই তাকে শারীরিকভাবে নির্যাতন করেছেন বলে অভিযোগ
স্টাফ রিপোর্টার : জসিম উদ্দিনের নির্মিতব্য দ্য আমেরিকান ড্রিম সিনেমায় পপি অভিনয় করবেন এমনটি পাকা হয়েছিল। তার বিপরীতে নায়ক হিসেবে থাকবেন সাইমন সাদিক। ইতোমধ্যে সিনেমাটির শুটিংও শুরু হয়েছে। কিন্তু ক্যামেরার সামনে উপস্থিত দেখা যাচ্ছে না পপিকে। এর কারণ পপি এ সিনেমায় অভিনয় করছে না। পরিচালকের ভাষায় তাকে বাদ দেয়া হয়েছে। এর কারণ সম্পর্কে জানা যায়, পপি চুক্তিবদ্ধ হওয়ার আগে যেভাবে কথা দিয়েছিলেন এখন পুরোপুরি বিপরীত কাজ করছেন। কোনো প্রকার যোগাযোগ রক্ষা করছেন না ইউনিটের সঙ্গে। জসিম উদ্দিন বলেন, আমি যুক্তরাষ্ট্র প্রবাসী। এখানে এসেছি কাজ করতে। আমার নিজের লেখা গল্পে দ্য আমেরিকান ড্রিম নির্মাণ করছি। এতে পপিকে চুক্তিবদ্ধ করেছিলাম। কিন্তু পপির কথা কাজে কোনো মিল পাচ্ছি না। অন্য দিকে তার জন্য অপেক্ষা করতে করতে আমার সময় ফুরিয়ে যাচ্ছে। তাই পপিকে বাদ দিতে বাধ্য হয়েছি। এরইমধ্যে পপির পরিবর্তে আরেকজন নায়িকা নিয়েছি। আগামী ২৫ জুলাই যুক্তরাষ্ট্রের উদ্দেশ্যে রওনা হবে পুরো ইউনিট। সেখানেই সিনেমাটির বেশিরভাগ শুটিং হবে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।