Inqilab Logo

মঙ্গলবার, ১৪ মে ২০২৪, ৩১ বৈশাখ ১৪৩১, ০৫ জিলক্বদ ১৪৪৫ হিজরী

ওমিক্রন ঠেকাতে সেশনজট

চিঠিপত্র

| প্রকাশের সময় : ২৫ জানুয়ারি, ২০২২, ১২:০৩ এএম

করোনা মহামারির কারণে বাংলাদেশে প্রায় দুই বছরের মতো সব শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ ছিল। সম্প্রতি শিক্ষার্থীরা আবারও ক্লাসরুমে ফিরে। এরই মধ্যে এসএসসি-এইচএসসি পরীক্ষা শেষ হয়েছে। এসএসসির ফলাফলও প্রকাশিত হয়েছে। আগামী মাসে এইচএসসির ফল প্রকাশের কথা। জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স চতুর্থ বর্ষের চূড়ান্ত পরীক্ষা চলছিল। এ অবস্থায় আবারও স্কুল-কলেজ ২১ জানুয়ারি থেকে আগামী ৬ ফেব্রুয়ারি পর্যন্ত বন্ধ ঘোষণা করেছে সরকার। একই সঙ্গে বিশ্ববিদ্যালয়গুলোকে একই সিদ্ধান্ত নিতে বলা হয়েছে। নতুন বছরে নতুন সংকটের মুখোমুখি শিক্ষার্থীরা। কবে জাতীয় বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা পাশ করে চাকরি জীবন শুরু করবে তা নিয়ে উদ্বিগ্ন। দেশের অন্য সকল কিছু চলমান রেখ শুধু শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ রেখে সেশনজটের কবলে শিক্ষার্থীদের ফেলে রাখা কোনো সমাধান হতে পারে না। তাই স্বাস্থ্যবিধি মেনে ক্লাসের আয়োজন করতে হবে। প্রকাশিত রুটিন অনুযায়ী পরীক্ষা নিতে হবে। আমরা চাই খোলা থাক সব শিক্ষাপ্রতিষ্ঠান, জ্ঞানের প্রবাহ হোক বাধাহীন। এ বিষয়ে সরকারের দৃষ্টি আকর্ষণ করছি।
জেসমিন আক্তার
শিক্ষার্থী, জয়নাল হাজারী কলেজ, ফেনী



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন