Inqilab Logo

রোববার, ০২ জুন ২০২৪, ১৯ জ্যৈষ্ঠ ১৪৩১, ২৪ জিলক্বদ ১৪৪৫ হিজরী

ভাগ্নি অন্তঃসত্ত্বা, ধর্ষক লম্পট মামা আটক

অনলাইন ডেস্ক | প্রকাশের সময় : ২৪ জানুয়ারি, ২০২২, ১:৩৮ পিএম

ঢাকার ধামরাইয়ের গাঙ্গুটিয়া ইউনিয়নের কাওয়াখোলা গ্রামে লম্পট মামার ধর্ষণের শিকার হয়ে ভাগ্নি ৪ মাসের অন্তঃসত্ত্বা হয়ে পড়েছে। সোমবার সকালে ধর্ষক মামাকে আটক করেছে পুলিশ। এ ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

জানা গেছে, ধামরাইয়ের ওই গ্রামের মো. ইজ্জত আলী ছেলে আমির হোসেন আমু (৪২) তার আপন ফুপাতো বোনের মেয়েকে কৌশলে জোর করে ভয়ভীতি দেখিয়ে ধর্ষণ করে। পরে বিষয়টি কাউকে না বলতে হত্যার হুুুমকি দেয়া হয় ধর্ষিতাকে । গত দুইদিন ধরে বিষয়টি এলাকায় জানাজানি হলে রফাদফার চেষ্টা করে ধর্ষক ও পরিবারের লোকজন। কিন্তু ধর্ষিতার মা ধর্ষক ভাইয়ের কঠোর শাস্তির দাবি নিয়ে ধামরাইয়ের কাওয়ালিপাড়া পুলিশ তদন্ত কেন্দ্র অভিযোগ দাখিল করেন। সকালেই ওই কেন্দ্রের ইনচার্জ তাকে আটক করে।
ধর্ষিতার মা জানান, একজন ধর্ষণকারী কারো আপনজন হতে পারে না। তার পরিচয় সে ধর্ষক।

তাই আমার সহজ সরল মেয়ের ধর্ষণকারীর কঠোর বিচার চাই আমি।

ধামরাইয়ের কাওয়ালিপাড়া তদন্ত কেন্দ্রের ইনচার্জ শেখ রাসেল জানান, ধর্ষণের অভিযাগ পাওয়ার পরই তাকে নিজ বাড়ি থেকে আটক করা হয়েছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: আটক


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ