Inqilab Logo

শুক্রবার ২৩ নভেম্বর ২০২৪, ০৮ অগ্রহায়ণ ১৪৩১, ২০ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

কলারোয়ার কাকডাঙ্গা সীমান্তে ২৭ কেজি রূপার গহনাসহ ২ চোরাকারবারী আটক

সাতক্ষীরা থেকে স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ২১ জানুয়ারি, ২০২২, ৭:৫৭ পিএম

সাতক্ষীরার কলারোয়া সীমান্ত এলাকা থেকে ২৭ কেজি রূপার গহনাসহ দুই ব্যক্তিকে আটক করেছে বিজিবি ও পুলিশ।

শুক্রবার (২১ জানুয়ারি) দুপুরে কলারোয়া উপজেলার কাকডাঙ্গা সীমান্ত গলিয়ে বাংলাদেশে প্রবেশকালে রূপাসহ তাদেরকে আটক করা হয়।

আটককৃতরা হলেন, সাতক্ষীরা সদর উপজেলার ভাদিয়ালী গ্রামের মৃত মফিজুল ইসলামের ছেলে বেলাল হোসেন ও আব্দুল হাকিমের ছেলে শরীফ হোসেন।

বিজিবির সাতক্ষীরা ৩৩ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল আল মাহমুদ জানান, কাকডাঙ্গা সীমান্ত এলাকা দিয়ে বাংলাদেশে প্রবেশের সময় বিজিবি সদস্যরা বেলাল ও শরীফকে চ্যালেঞ্জ করলে তারা পালিয়ে যাওয়ার চেষ্টা করে। এসময় বিজিবি ও কলারোয়া থানা পুলিশ সম্মিলিতভাবে তাদেরকে আটক করতে সক্ষম হয়। পরে তাদের কাছে রক্ষিত ২৭ কেজি রূপার গহনা জব্দ করা হয়।

আটককৃতদের বিরুদ্ধে মামলা দিয়ে কলারোয়া থানায় সোপর্দ করা হয়েছে। #

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: আটক


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ