পবিত্র লাইলাতুল বরাত
আজ দিবাগত রাত পবিত্র লাইলাতুল বরাত। পরম করুণাময় আল্লাহতায়ালা তার বান্দাদের গুনাহ মাফ, বিপদমুক্তি ও
একসময় মানিকগঞ্জের গ্রামে-গঞ্জে বিশেষ করে বনে অবাধে উড়ে বেড়াত টিয়াসহ বহু প্রজাতির পাখি। কিন্তু গত এক দশকের ব্যবধানে পাল্টে গেছে সেই চিত্র। আমাদের দেশে সাধারণত ৭ প্রজাতির টিয়া রয়েছে। এর মধ্যে সবচেয়ে বেশি সবুজ টিয়া পাখিই রয়েছে। এরা সাধারণত বন, বৃক্ষবহুল এলাকা, প্রশস্ত পাতার বন, খোলা বন, পাহাড়ি বন, বসতবাড়ির বৃহৎ বৃক্ষ, আবাদি জমি, পুরনো বাড়িতে বসবাস করে ও বিচরণ করে। কিন্তু মানবসৃষ্ট বিভিন্ন কারণে এখন টিয়া বিলুপ্তির পথে। বিশেষজ্ঞদের মতে, দেশের ঝোপঝাড় এবং পাখিদের খাদ্যের যোগান দেওয়া গাছগুলো দ্রুত কমতে থাকায় সবুজ টিয়াসহ সাত প্রজাতির টিয়া পাখির সংখ্যা অনেক কমে গেছে। পরিবেশবাদী সংস্থা বার্ড লাইফ ইন্টারন্যাশনালের এক সমীক্ষা রিপোর্টে উল্লেখ করা হয়েছে, এশিয়ার দেশগুলোতে পাখি শিকারের প্রবণতা মারাত্মক। ফলে ৬২ ভাগ পাখি বিলুপ্ত হয়েছে শিকারীদের হাতে। বন্যপ্রাণী ও পাখিদের নিরাপদ আবাস্থল তৈরির পাশাপাশি চোরা শিকারীদের তৎপরতা বন্ধ করতে না পারলে প্রাণ-প্রকৃতি ধ্বংস হয়ে যাবে। তাই টিয়া পাখি রক্ষায় সকলের সজাগ দৃষ্টি ও আন্তরিকতার খুব বেশি প্রয়োজন।
আবুল হোসাইন
শিক্ষার্থী, কেন্দুয়া জয়হরি স্প্রাই সরকারি উচ্চ বিদ্যালয়, নেত্রকোণা
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।