Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

দৌলতখানে ভুয়া সেনা কর্মকর্তা আটক

দৌলতখান (ভোলা) উপজেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ১৯ জানুয়ারি, ২০২২, ৪:২৩ পিএম

ভোলার দৌলতখানে কামরুল ইসলাম তানবির নামে এক ভুয়া সেনাকর্মকর্তাকে আটক করেছে পুলিশ। বুধবার (১৯ জানুয়ারী) দুপুরে উপজেলার দক্ষিণজয়নগর ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ড থেকে তাকে আটক করা হয়। আটককৃত কামরুল ইসলাম লালমোহন উপজেলার রমাগঞ্জ ইউনিয়নের বাসিন্দা শাহে আলমের ছেলে। দৌলতখান থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বজলার রহমান বিষয়টি নিশ্চিত করে বলেন, আটককৃত কামরুল বাংলাদেশ সেনাবাহিনীর দায়িত্বপ্রাপ্ত ওয়ারেন্ট অফিসার পরিচয় দিয়ে বিভিন্নভাবে মানুষের সাথে প্রতারণা করে আসছিলো। আজ দুপুরের দিকে উপজেলার দক্ষিণ জয়নগর ইউনিয়নের বাংলাদেশ সেনাবাহিনীতে সৈনিক পদে সদ্য নিয়োগ পাওয়া মোঃ নোমানের বাড়িতে গিয়ে সেনাবাহিনীর ওয়ারেন্ট অফিসার পরিচয় দিয়ে নোমানের কাছ থেকে অর্থ হাতিয়ে নেওয়ার চেষ্টা করে। পরে তার কথাবার্তায় সন্দেহ হলে স্থানীয়রা তাকে আটক করে পুলিশে দেন। তার কাছ থেকে সেনাবাহিনীর লগোসহ কিছু কাগজপত্র, সেনাবাহিনীদের কাপড়ের একটি মানিব্যাগ এবং একটি ক্যাপ পাওয়া যায়। তদন্ত সাপেক্ষে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: আটক


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ