পবিত্র লাইলাতুল বরাত
আজ দিবাগত রাত পবিত্র লাইলাতুল বরাত। পরম করুণাময় আল্লাহতায়ালা তার বান্দাদের গুনাহ মাফ, বিপদমুক্তি ও
লাফিয়ে লাফিয়ে বাড়ছে দ্রব্যমূল্য। বাজারে পণ্যের পর্যাপ্ত সরবরাহ থাকলেও দ্রব্যমূল্য ঠিক থাকে না। একই দ্রব্যের সকালে এক দাম, তো বিকেলে আরেক দাম। বাজার করতে এসে এ অবস্থা দেখে ক্রেতারা হতাশ হন। সাধারণ ক্রেতাদের ঘাম ঝরে, নিম্ন ও মধ্যবিত্ত ক্রেতাদের নাভিশ্বাস বাড়ে। কিছু কিছু দ্রব্যের দাম সরকার নির্ধারণ করে দিলেও সেটা মানা হয় না। অসাধু ব্যবসায়ীদের কারসাজির কারণে ক্রেতারা বরাবরই প্রতারিত হয়ে আসছেন। দীর্ঘদিন ধরে চলা বাজার ব্যবস্থার যাঁতাকলে পড়ে ক্রেতাদের ত্রাহি অবস্থা। এর বিরুদ্ধে প্রতিবাদ করেও সুফল মেলে না। শোনা যাচ্ছে, জনগণকে স্বস্তি দিতেই এবার অভিন্ন মূল্য নির্ধারণ পদ্ধতির মাধ্যমে দ্রব্যমূল্য সহনশীল রাখার উদ্যোগ নিয়েছে বাণিজ্য মন্ত্রণালয়। দ্রুত এটি বাস্তবায়নের মাধ্যমে ক্রেতাদের স্বস্তি দিতে চান তারা। কিন্তু প্রশ্ন হলো, এই টালমাটাল বাজারে সংশ্লিষ্ট মন্ত্রণালয় কতোটুকু দ্রব্যমূল্য সহনশীল রাখতে পারবেন সেটাই এখন দেখার বিষয়! কারণ, আমাদের দেশে নিত্যনতুন আইন হয়, কিন্তু বাস্তবে তার প্রয়োগ ঘটে না। শুধু কথার কথা নয়, জনগণ এই উদ্যোগের সত্যিকার প্রতিফলন দেখতে চায়। তাদের প্রত্যাশা, সহনশীল হোক দ্রব্যমূল্য।
আজম জহিরুল ইসলাম
গৌরীপুর, ময়মনসিংহ
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।