মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
আফ্রিকা মহাদেশে করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা কোটি ছাড়িয়েছে। বৃহস্পতিবার এক ভার্চুয়াল প্যানেলে দেওয়া বক্তব্যে এ তথ্য জানিয়েছেন বিশ্ব স্বাস্থ্য সংস্থার আঞ্চলিক জরুরি পরিচালক আবদৌ সালাম গুয়ে। এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরা। আবদৌ সালাম গুয়ে জানান, আক্রান্তের পাশাপাশি মহাদেশটিতে করোনায় লক্ষাধিক মানুষের মৃত্যু হয়েছে। তিনি বলেন, আফ্রিকায় এখন পর্যন্ত ‘দুঃখজনকভাবে দুই লাখ ৩০ হাজার মানুষ মারা গেছে।’ গত সপ্তাহে মৃত্যুর হার ৬৪ শতাংশ বেড়েছে প্রধানত উচ্চ ঝুঁকিতে থাকা ব্যক্তিদের মধ্যে সংক্রমণের কারণে। তবে মহাদেশটিতে কোভিডের আগের ঢেউয়ের চেয়ে বর্তমানে মৃত্যু এবং হাসপাতালে ভর্তির হার অপেক্ষাকৃত কম। আফ্রিকা মহাদেশ এ পর্যন্ত কোভিডের ৬৬০ মিলিয়ন ডোজেরও বেশি ভ্যাকসিন পেয়েছে। এর মধ্যে লোকজনকে এখন পর্যন্ত মাত্র ৩৪০ মিলিয়ন ডোজ টিকা দেওয়া হয়েছে। আল-জাজিরা।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।