Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সাতক্ষীরায় বিজিবির পৃথক অভিযানে ১১ কেজি ৬৫০ গ্রাম রুপার গহনা উদ্ধার, আটক এক

সাতক্ষীরা জেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ১২ জানুয়ারি, ২০২২, ১:৪৮ পিএম

বিজিবির পৃথক অভিযানে সাতক্ষীরায় ১১ কেজি ৬৫০ গ্রাম রুপার গহনা উদ্ধার হয়েছে। এসময় একজন চোরাকারবারি আটক হয়েছে।

আটককৃত চোরাকারবারির নাম মো: শামীম হোসেন (২৮)। তিনি সাতক্ষীরা সদর উপজেলার রসুলপুর গ্রামের মহব্বত সরদারের ছেলে।
বুধবার (১২ জানুয়ারি) দুপুরে এক প্রেসনোটে সাতক্ষীরা ৩৮ বিজিবির অধিনায়ক লে: কর্ণেল মোহাম্মদ আল মাহমুদ জানান, ঝাউডাঙ্গা ক্যাম্পের বিশেষ টহলদল কলারোয়ার রাইতা নামক স্থানে অভিযান চালায়। এসময় ৯ কেজি ৭০০ গ্রাম রুপার গহনাসহ শামীম হোসেনকে আটক করা হয়।
এছাড়া, ভোমরা ক্যাম্পের টহলদল রাতে কুলিয়া মোড়ে অভিযান চালিয়ে পরিত্যাক্ত অবস্থায় ১ কেজি ৯৫০ গ্রাম রুপার গহনা উদ্ধার করে।
উদ্ধারকৃত রুপার মূল্য ধরা হয়েছে ১৫ লাখ ১৪ হাজার ৫০০ টাকা।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: আটক


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ