গুলিস্তানের বিস্ফোরণে নিহত ১৬ জনের নাম-পরিচয় পাওয়া গেছে
রাজধানীর গুলিস্তানের সিদ্দিক বাজার এলাকায় ভয়াবহ বিস্ফোরণের ঘটনায় এখন পর্যন্ত ১৬ জন নিহত হয়েছেন। এ
জাতীয় নদী রক্ষা কমিশনের চেয়ারম্যান (সচিব) ও বাংলাদেশ অ্যাথলেটিকস ফেডারেশনের সভাপতি এ এস এম আলী কবীর ইন্তেকাল করেছেন। ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।
মঙ্গলবার (১১ জানুয়ারি) নৌপরিবহন মন্ত্রণালয়ের সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
এতে বলা হয়, আলী কবির সোমবার দিনগত রাত (১০ জানুয়ারি) আনুমানিক ১২টার দিকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭০ বছর।
আলী কবীরের জানাজা আজ মঙ্গলবার বাদ যোহর ধানমন্ডির ৭ নম্বর রোডের বাইতুল আমান জামে মসজিদে অনুষ্ঠিত হবে। জানাজা শেষে মিরপুর বুদ্ধিজীবী কবরস্থানে তাকে দাফন করা হবে।
তার লাশ সকাল সাড়ে ১০টা থেকে সাড়ে ১১টা পর্যন্ত ইস্কাটন গার্ডেনে সচিব কোয়ার্টারে রাখা হবে। ১২টা থেকে ১টা পর্যন্ত ধানমন্ডির ৩ নম্বর রোডের ১৭/১ বাসায় থাকবে। যোহরের নামাজের আগে জানাজার জন্য ধানমন্ডির ৭ নম্বর রোডের বাইতুল আমান জামে মসজিদে নেওয়া হবে বলে জানিয়েছে নৌপরিবহন মন্ত্রণালয়।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।