Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

চবিতে ডাস্টবিন চাই

| প্রকাশের সময় : ১১ জানুয়ারি, ২০২২, ১২:০৬ এএম

বাংলাদেশের গুরুত্বপূর্ণ বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে অন্যতম চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়। এই বিশ্ববিদ্যালয়ের নানাবিধ সমস্যার মধ্যে যততত্র ময়লা ফেলা একটি বড় সমস্যা। আয়তনে সুবিশাল এই বিশ্ববিদ্যালয়ের ময়লা রাখার জন্য কোনো ধরনের ডাস্টবিন বা নির্দিষ্ট জায়গা নেই। ফলে যততত্র ময়লা ফেলা হচ্ছে। ফলস্বরূপ, ছাত্র-ছাত্রীদের অবকাশ যাপনের স্থানগুলো পরিণত হচ্ছে ময়লার স্তূপে। একইভাবে বিশ্ববিদ্যালয়ের ডাইনিং ও ক্যান্টিনগুলোর ময়লা রাখার নির্দিষ্ট কোনো স্থান নেই। ডাইনিং ও ক্যান্টিনের ড্রেনেজ ব্যবস্থা এমন যে, ময়লা নির্দিষ্ট স্থানে যাওয়ার আগেই পঁচে দুর্গন্ধ ছড়ায়। রাস্তার পাশঘেরা এসব ড্রেনেজ থেকে প্রতিনিয়ত দুর্গন্ধ ছড়াচ্ছে। অসহনীয় দুর্গন্ধের ফলে পরিবেশ দূষণের পাশাপাশি নানাবিধ রোগে আক্রান্ত হচ্ছে শিক্ষার্থীরা। রাস্তা দিয়ে চলাচলেও ব্যাঘাত ঘটছে। এ ব্যাপারে বিশ্ববিদ্যালয় প্রশাসনের কোনো প্রকার পদক্ষেপ নেই। যদিও বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের দ্বারা পরিচালিত বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠন পরিষ্কার-পরিচ্ছন্ন কার্যক্রম চালিয়ে যাচ্ছে এবং বিভিন্ন জায়গায় ময়লা ফেলার ডাস্টবিনের ব্যবস্থা করছে। তবে এটা স্থায়ী সমাধান নয়। বিশ্ববিদ্যালয়ের পরিবেশ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার জন্য ক্যাম্পাসের নির্দিষ্ট স্থানে ডাস্টবিন বা ময়লা ফেলার ব্যবস্থা করা প্রয়োজন। আশা করি, বিশ্ববিদ্যালয় প্রশাসন এদিকে দৃষ্টি দেবেন।
আজিজুল হক
শিক্ষার্থী, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন