Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

প্রথমবার অগ্রগতির খবর ভিয়েনা সংলাপে

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ৩ জানুয়ারি, ২০২২, ১২:০৫ এএম

আমেরিকার জাতীয় বেতার- এনপিআর বলেছে, অস্ট্রিয়ার রাজধানী ভিয়েনায় ইরানের পরমাণু সমঝোতা পুনরুজ্জীবনের আলোচনা একটি চুক্তির দিকে অগ্রসর হচ্ছে বলে মনে করা হচ্ছে এবং এই প্রথম ইউরোপীয় আলোচকরা ভিয়েনা সংলাপে অগ্রগতি হচ্ছে বলে খবর দিয়েছেন। এনপিআর-এর ওয়েবসাইটে প্রকাশিত এক খবরে বলা হয়েছে, গত কয়েক মাস ধরে ইরানের সঙ্গে আলোচনা চালিয়ে গেলেও এই প্রথমবার ইউরোপীয় দেশগুলো বলছে যে, আলোচনায় অগ্রগতি অর্জিত হয়েছে। এ সংক্রান্ত বিস্তারিত তথ্য তুলে না ধরে আমেরিকার এই রেডিও বলেছে, শিগগিরই এ সংক্রান্ত পূর্ণাঙ্গ খবর প্রকাশ করা হবে। ভিয়েনায় চলমান অষ্টম দফা সংলাপে এই মুহ‚র্তে ইংরেজি নববর্ষের ছুটি চলছে। ছুটির পর আগামীকাল (সোমবার) থেকে আবার সংলাপ শুরু হবে। আলোচনায় অংশগ্রহণকারী কোনো কোনো সূত্র জানিয়েছে, এ সংলাপ থেকে ফেব্রুয়ারি মাস আসার আগেই একটি চুক্তি সই হতে পারে। ২০১৫ সালে ছয় জাতিগোষ্ঠীর সঙ্গে ইরানের যে পরমাণু সমঝোতা সই হয় তা থেকে ২০১৮ সালের মে মাসে বেরিয়ে যায় তৎকালীন মার্কিন সরকার। ফলে ওই সমঝোতা অচলাবস্থার সম্মুখীন হয়। বর্তমান মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন ইরানের পরমাণু সমঝোতায় ফিরে আসার আগ্রহ প্রকাশ করলেও তার প্রশাসন এ ব্যাপারে কার্যকর কোনো পদক্ষেপ গ্রহণ করছে না। এনপিআর ওয়েবসাইট।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ভিয়েনা


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ