Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

বাসযোগ্য শহরের শীর্ষে ভিয়েনা

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ৫ সেপ্টেম্বর, ২০১৯, ১২:০১ এএম

বিশ্বের সবচেয়ে বাসযোগ্য শহরের তালিকায় এবছরও শীর্ষ স্থানে উঠে এসেছে ইউরোপের দেশ অস্ট্রিয়ার রাজধানী ভিয়েনা। বিশ্বের ১৪০টি দেশের মধ্যে এক জরিপ চালানোর পর এই তালিকা তৈরি করেছে প্রভাবশালী ব্রিটিশ সাময়িকী দ্য ইকোনমিস্টের দ্য ইকোনমিস্ট ইন্টেলিজেন্স ইউনিট। বিশ্বের ১৪০টি দেশের সংস্কৃতি, জলবায়ু, পরিবেশ, শিক্ষা, অবকাঠামো, স্বাস্থ্য ও জীবনযাপনের মানের ওপর ভিত্তি করে ইকোনমিস্ট ইন্টেলিজেন্স ইউনিটের বৈশ্বিক বাসযোগ্য শহরের তালিকা প্রকাশ করা হয় বুধবার। এই তালিকায় টানা দ্বিতীয়বারের মতো অস্ট্রেলিয়ার মেলবোর্নকে টপকিয়ে শীর্ষস্থান দখলে রেখেছে ভিয়েনা। বৈশ্বিক বাসযোগ্য শহর স‚চক-২০১৯ শীর্ষক ইকোনমিস্ট ইন্টেলিজেন্সের ১৪০ দেশের এই তালিকায় ঢাকার অবস্থান একেবারে তলানির দিকে (১৩৮তম)। রাজধানী ঢাকার পরে আছে আর মাত্র দুটি দেশ। ১৪০ দেশের এ তালিকায় ১৩৮তম শহর ঢাকা। ১০০ স্কোরের মধ্যে ঢাকা পেয়েছে ৩৯.২। ঢাকার পেছনে আছে দু’টি শহর। গতবছর বসবাসযোগ্য শহরের তালিকায় ১৩৯তম ছিল ঢাকা। এর পরেই আছে যুদ্ধবিধ্বস্ত সিরিয়ার রাজধানী দামেস্ক এবং নাইজেরিয়ার লাগোস শহর। তবে বাসযোগ্য শহরের শীর্ষে গতবারের মতো এবারও আছে ভিয়েনা। অস্ট্রিয়ার এই রাজধানীর পর দ্বিতীয় ও তৃতীয় স্থানে আছে অস্ট্রেলিয়ার বৃহত্তম দুই শহর মেলবোর্ন এবং সিডনি। শীর্ষ ১০ দেশে আধিপত্য ধরে রেখেছে অস্ট্রেলিয়া, কানাডা এবং জাপান। চতুর্থ স্থানে আছে জাপানের ওসাকা, কানাডার ক্যালগ্যারি (৫ম), ভ্যানকুভার (ষষ্ঠ), টরন্টো (৭ম)। জাপানের রাজধানী টোকিও (৮ম), ডেনমাকের্র রাজধানী কোপেনহেগেন (৯ম), অস্ট্রেলিয়ার অ্যাডিলেইড (১০ম) বাসযোগ্য শহর নির্বাচিত হয়েছে। তবে এই স‚চকে সবচেয়ে বেশি উন্নতি ঘটেছে রাশিয়ার মস্কো, সার্বিয়ার বেলগ্রেড এবং ভিয়েতনামের হ্যানয় শহরের। অন্যদিকে অবনতি ঘটেছে তিউনিসিয়ার তিউনিস, লিবিয়ার ত্রিপোলির। ভারতের কোনো শহরই স‚চকে তেমন উন্নতি করতে পারেনি। বাসযোগ্য শহরের স‚চকে দেশটির রাজধানী দিল্লি এবং বাণিজ্যিক রাজধানী খ্যাত মুম্বাইয়ে অবস্থান গত বছরের চেয়ে নিচে নেমেছে। গত বছর এই তালিকায় নয়াদিল্লি ১১২তম থাকলেও এবছর ছয়ধাপ পিছেয়ে ১১৮তম এবং মুম্বাই দুই ধাপ পিছিয়ে ১১৯তম স্থানে রয়েছে। পাকিস্তানের করাচি তলানির ১০ দেশের তালিকায় ঠাঁই পেয়েছে। দ্য ইকোনমিস্ট।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ভিয়েনা


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ