মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
অস্ট্রিয়ার রাজধানী ভিয়েনায় ভয়াবহ হামলার জেরে জাতীয় নিরাপত্তার হুমকিস্বরূপ দুইটি মসজিদ বন্ধ করে দেওয়া হচ্ছে। গত সপ্তাহে এক বন্দুকধারীর হামলায় চারজন নিহতের পরিপ্রেক্ষিতে সরকার এ সিদ্ধান্ত নিয়েছে বলে গতকাল শুক্রবার দেশটির সংহতি মন্ত্রী সুসান রাব জানিয়েছেন।
বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, যে দুটি মসজিদ বন্ধ করা হয়েছে তার একটিতে হামলাকারী নিয়মিত যাতায়াত করতো। পরবর্তীতে আরো মসজিদ বন্ধের ঘোষণা আসতে পারে।
কুজতিম ফেজুলাই নামের ওই হামলাকারী অস্ট্রিয়া ও উত্তর ম্যাসেডোনিয়ার দ্বৈত নাগরিক ছিল। সে সন্ত্রাসী গোষ্ঠী ইসলামিক স্টেটের সদস্যও ছিল। সোমবার হামলার কিছুক্ষণ পর পুলিশের গুলিতে সে নিহত হয়।
এদিকে, শুক্রবার সুসান রাব জানিয়েছেন, হামলার ঘটনার সঙ্গে সম্পৃক্ততার অভিযোগে ১৫ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এদের মধ্যে আটজনকে রিমান্ডে পাঠানো হয়েছে।
আগামীতে সম্ভাব্য যে কোনো হামলা ঠেকাতে অস্ট্রিয়ার রাজধানীতে কড়া নিরাপত্তা ব্যবস্থা নেয়া হয়েছে। অস্ট্রিয়ান পুলিশ সম্ভাব্য যে কোনো সন্ত্রাসী কর্মকাণ্ড ঠেকাতে অভিযান চালাচ্ছে। এর আগে ফ্রান্সে এক হামলার দায়ে মসজিদ বন্ধ করে দেওয়া হয়। আল জাজিরা, বিবিসি, মালয় মেইল
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।