Inqilab Logo

সোমবার ২৫ নভেম্বর ২০২৪, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২২ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ভিয়েনা ওপেনের সেমিতে মারে

প্রকাশের সময় : ৩০ অক্টোবর, ২০১৬, ১২:০০ এএম

স্পোর্টস ডেস্ক : টেনিস র‌্যাংকিংয়ের শীর্ষে ওঠার মিশনে আরো এক ধাপ এগিয়ে গেলেন অ্যান্ডি মারে। দাপুটে জয়ে ভিয়েনা ওপেনের সেমিফাইনাল নিশ্চিত করেছেন ব্রিটিশ নাম্বার ওয়ান। এ নিয়ে নিজের শেষ ১৪টি ম্যাচেই জয়ের ধারাবাহিকতায় দ্বিতীয় বিশ্বসেরা। সবশেষ সাত টুর্নামেন্টে অংশ নিয়ে পাঁচটি শিরোপাই ওঠে মারের হাতে। এবার তার আরেকটি ট্রফি উঁচিয়ে ধরার অপেক্ষা!
আমেরিকান জন ইসনারের বিপক্ষে প্রথম সেটটি ৬-১ গেমে জিতে উড়ন্ত সূচনা করেন মারে। দ্বিতীয় সেটে ইসনার তিনটি গেম জিতলেও ৬-৩ ব্যবধানে সেমিতে পা রাখেন যুক্তরাজ্যের অলিম্পিক হিরো। তার আগে ইনজুরি সমস্যায় ম্যাচের ৭৪ মিনিটে দু’জনই কোর্ট ছেড়েছিলেন।
ফাইনাল নিশ্চিতের ম্যাচে মারের প্রতিপক্ষ স্প্যানিশ ডেভিড ফেরার। যিনি কোয়ার্টারে সার্বিয়ান ভিক্টর ট্রোইস্কিকে ৬-৩, ৩-৬, ৭-৫ পরাজিত করেন। এই ইভেন্টে সবশেষ দুই বছর আগে চ্যাম্পিয়ন তকমা পান মারে। তার সামনে এবার তা পুনরুদ্ধারের চ্যালেঞ্জ। দুর্দান্ত ফর্মে থাকা ২৯ বছর বয়সী এ টেনিস সেনসেশন স¤প্রতি চায়না ওপেন ও সাংহাই ওপেনে ব্যাক টু ব্যাক শিরোপা উল্লাসে মাতেন।
প্রথবারের মতো বিশ্বসেরার আসনে বসতে জয় ভিন্ন কিছুই ভাবছেন না মারে। চলতি বছর নোভাক জোকোভিচকে ছাড়িয়ে যেতে তাকে এই টুর্নামেন্ট এবং আগামী সপ্তাহে অনুষ্ঠেয় প্যারিস মাস্টার্সেও বিজয়ীর বেশে কোর্ট ছাড়তে হবে। সেক্ষেত্রে ভিয়েনা ওপেন মিস করা সার্বিয়ান তারকা ফ্রান্সে ফাইনালে উঠতে ব্যর্থ হলেই মারের র‌্যাংকিংয়ের শীর্ষে ওঠার সুযোগ তৈরি হবে।

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ভিয়েনা ওপেনের সেমিতে মারে
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ