Inqilab Logo

রোববার ২৪ নভেম্বর ২০২৪, ০৯ অগ্রহায়ণ ১৪৩১, ২১ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ভিয়েনা সংলাপ ব্যর্থ হতে পারে

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ২৮ জুন, ২০২১, ১২:০২ এএম

আমেরিকা বলেছে, ইরান ইউরেনিয়াম সমৃদ্ধ করার প্রক্রিয়া অব্যাহত রাখার চেষ্টা করলে পরমাণু সমঝোতাকে আগের অবস্থায় ফিরিয়ে নিয়ে যাওয়া সম্ভব নাও হতে পারে। মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেন নিউ ইয়র্ক টাইমসকে দেয়া এক সাক্ষাৎকারে এ মন্তব্য করেছেন। তিনি বলেন, “যদি এ কাজ অব্যাহত থাকে, যদি তারা অত্যাধুনিক সেন্ট্রিফিউজ দিয়ে ইউরেনিয়াম সমৃদ্ধকরণ অব্যাহত রাখে এবং একের পর এক এর মাত্রা বাড়াতে থাকে তাহলে তা আমাদের দৃষ্টিতে বড় ধরনের সমস্যা সৃষ্টি করবে।” বিøঙ্কেন ভিয়েনা সংলাপ থেকে জো বাইডেন সরকারের সরে যাওয়ার আশঙ্কার কথাও জানান। তিনি বলেন, “আমি এ ব্যাপারে নির্দিষ্ট দিনক্ষণ বলতে পারব না তবে সে আশঙ্কা উড়িয়ে দেয়া যায় না।” গত এপ্রিল থেকে অস্ট্রিয়ার রাজধানী ভিয়েনায় ইরানের পরমাণু সমঝোতা পুনরুজ্জীবনের লক্ষ্যে পাঁচ জাতিগোষ্ঠীর সঙ্গে ইরানের সংলাপ চলছে। রাশিয়া, ব্রিটেন, জার্মানি, ফ্রান্স ও চীন সরাসরি ইরানের সঙ্গে আলোচনা করছে এবং আমেরিকা পরোক্ষভাবে সংলাপে অংশগ্রহণ করছে। ইরানের ওপর থেকে মার্কিন নিষেধাজ্ঞা প্রত্যাহারের মাধ্যমে দেশটির এই সমঝোতায় প্রত্যাবর্তন এবং ইরানের পক্ষ থেকে তার প্রতিশ্রুতি পুরোপুরি বাস্তবায়ন করা হচ্ছে ভিয়েনা সংলাপের মূল লক্ষ্য। মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন তার দেশকে এই সমঝোতায় ফিরিয়ে আনার আগ্রহ প্রকাশ করলেও তিনি ইরানকে আগে তার প্রতিশ্রুতিতে পুরোপুরি ফিরে যাওয়ার আহবান জানাচ্ছেন। কিন্তু ইরান বলেছে, আমেরিকা আগে এই সমঝোতা থেকে বেরিয়ে গেছে বলে তাকে আগে নিষেধাজ্ঞা প্রত্যাহার করে এতে ফিরে আসতে হবে। ইরান ও আমেরিকার মধ্যকার মতপার্থক্যের এই জায়গাটি নিয়ে ম‚লত ভিয়েনায় ধারাবাহিক সংলাপ চলছে। এ পর্যন্ত ছয় দফা আলোচনা হলেও চূড়ান্ত কোনো চুক্তি হয়নি। জুলাই মাসের মাঝামাঝি সপ্তম দফা আলোচনা শুরু হওয়ার কথা রয়েছে। নিউ ইয়র্ক টাইমস।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ