Inqilab Logo

মঙ্গলবার ১৯ নভেম্বর ২০২৪, ০৪ অগ্রহায়ণ ১৪৩১, ১৬ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সিলেট আলীয়া মাদ্রাসা থেকে দুই শিবির নেতাসহ ৩ জনকে আটক করেছে পুলিশ

মোটর সাইকেল জব্দ

সিলেট ব্যুরো | প্রকাশের সময় : ২৯ ডিসেম্বর, ২০২১, ১:৩০ পিএম

সিলেটে শিবিরের সদস্য সম্মেলন থেকে আটক করা হয়েছে ৩ জনকে। আজ বুধবার (২৯ ডিসেম্বর) বেলা ১২টার দিকে অভিযান চালিয়ে সিলেট আলীয় মাদ্রাসার পরিত্যক্ত পাঠাগার কক্ষে জেলা পশ্চিম শিবিরের কেন্দ্রীয় সদস্য সম্মেলনের থেকে তাদের আটক করে এসএমপির কোতোয়ালি থানা পুলিশ। আটককৃতদের নিয়ে আলিয়া মাদ্রাসায় অভিযান চালানো হয়। এসময় দুটি মোটরসাইকেল জব্দ করে পুলিশ।সম্মেলনে জামায়াত-শিবিরের দায়িত্বশীল অনেক নেতা উপস্থিত থেকে দলীয় কার্যক্রম গতিশীলসহ বিভিন্ন বিষয়ে দিক নির্দেশনা দিচ্ছিলেন। আটককৃতরা হলেন, সিলেট শহরতলীর জালালাবাদ থানাধীন আটগাঁও গ্রামের আব্দুল গফুরের পূত্র আমিনুর রহমান, দক্ষিণ সুরমার সিলামের আসাদ মিয়ার পূত্র শাহার আহমদ তানভির আহমদ নামের আরও এক যুবক। সিলেট মহানগর পুলিশের উপ পুলিশ কমিশনার (উত্তর) আজবাহার আলী বলেন, সিলেট আলিয়া মাদ্রাসার পরিত্যক্ত পাঠাগারে কিভাবে শিবিরের নেতাকর্মীরা সম্মেলন করে সে বিষয়টি গুরুত্বসহকারে খতিয়ে দেখা হচ্ছে। সেই সাথে এসব বিষয়ে মাদ্রাসার প্রিন্সিপালসহ সংশ্লিষ্ট সবার সাথে কথা বলবে পুলিশ। এসময় পুলিশ ব্যানার, ডাইরি, আইডি কার্ড উদ্ধার করেছে। সিলেট কোতোয়ালি থানার মোহাম্মদ আলী মাহমুদ বলেন, গোপন তথ্যের ভিত্তিতে পুলিশ অভিযান চালিয়ে ২ জন শিবির নেতাকে আটক করেছে। সেই সাথে সন্দেহজনক হিসেবে আরও এক যুবককে আটক করেছে পুলিশ। এসময় একটি মোটরসাইকেল জব্দ করা হয়েছে। এ ঘটনায় থানায় মামলা দায়েরের প্রস্তুতি নিচ্ছে পুলিশ।



 

Show all comments
  • Mohammad Anisur Rahman ২৯ ডিসেম্বর, ২০২১, ১:৫৯ পিএম says : 0
    Islami Shariah should be followed always as a country of two holy places Macca and Madinah
    Total Reply(0) Reply
  • Tareq Sabur ২৯ ডিসেম্বর, ২০২১, ২:৪৯ পিএম says : 0
    শিবির কি নিষিদ্ধ সংগঠন যে পুলিশ শুধুমাত্র শিবির করার অপরাধে যে কাউকেই গ্রেফতার করতে পারে এবং অনেক দিন থেকে করে আসছে? আর ঐ মোটর সাইকেলগুলো কি অবৈধ অস্ত্র বা চুরির মাল যে পুলিশ গিয়ে উদ্ধার করছে? আরে বাংলাদেশের আহাম্মক..তোদের বিবেক-বুদ্ধি ও যোগ্যতার মান কত নিচে নেমে গেছে! হারাম খেতে খেতে তোরা আর মানুষের শ্রেনিতেই নাই।
    Total Reply(0) Reply

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: আটক


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ