Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ভারতে এবার ভেঙে পড়ল মিগ ২১ বিমান, মৃত পাইলট

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ২৬ ডিসেম্বর, ২০২১, ১২:০১ এএম

রাজস্থানের জয়সলমীরে এবার ভেঙে পড়ল ভারতীয় বিমান বাহিনীর মিগ-২১ বিমান। গত শুক্রবার সন্ধ্যার ওই ঘটনায় প্রাণ হারিয়েছেন উইং কমান্ডার হরসিত সিনহা। এদিন খবরটি নিশ্চিত করে বিমান বাহিনীর টুইট, ‘আজ সন্ধ্যা সাড়ে আটটা নাগাদ ওয়েস্ট সেক্টরে প্রশিক্ষণ চলাকালীন আইএএফ-এর মিগ-২১ বিমানটি ভেঙে পড়ে’। ঘটনার তদন্তের নির্দেশ দেয়া হয়েছে।

পরবর্তীতে ভারতীয় বিমান বাহিনীর তরফ থেকে জানানো হয় উইং কমান্ডারের মৃত্যুর কথা। বিমান বাহিনীর টুইট, দুঃখের সঙ্গে জানানো হচ্ছে আজকের দুর্ঘটনায় উইং কমান্ডার হরসিত সিনহার মৃত্যু হয়েছে। সাহসী সৈনিকের পরিবারের পাশে রয়েছে বিমান বাহিনী। এদিন ঘটনার পর জয়সলমীরের পুলিশ সুপার অজয় সিংহ সংবাদমাধ্যমকে জানিয়েছিলেন, ডেজার্ট ন্যাশনাল পার্ক সংলগ্ন এলাকায় ওই যুদ্ধবিমানটি ভেঙে পড়েছিল। উল্লেখ্য, এ বছরই একাধিক মিগ-২১ ভেঙে পড়ার ঘটনা ঘটেছে। সরকারি তথ্য বলছে, ১৯৭১ সাল থেকে ২০১২ সাল অবধি ৪৮২টি মিগ সিরিজের যুদ্ধ বিমান দুর্ঘটনার কবলে পড়েছে। এতে ১৭১ জন পাইলট, ৩৯ জন সাধারণ মানুষ, আট জন পরিষেবার সঙ্গে যুক্ত ব্যক্তি মারা গিয়েছেন। ২০১২ সালে কেন্দ্র জানিয়েছিল, মানুষ এবং প্রযুক্তিগত ত্রুটি, দুই কারণেই ওই দুর্ঘটনাগুলো ঘটেছিল। গত ন’ বছরেও একাধিক দুর্ঘটনার সম্মুখীন হয়েছে বিমান বাহিনীর যুদ্ধজাহাজ।

স¤প্রতি দেশের প্রথম চিফ অফ ডিফেন্স স্টাফ বিপিন রাওয়াত ও তার স্ত্রী মধুলিকা রাওয়াতেরও মৃত্যু হয়েছে ভারতীয় বিমান বাহিনীর বিমান দুর্ঘটনায়। গত ৮ ডিসেম্বর তামিলনাড়–র কুন্নুরে বিমান বাহিনীর চপার ভেঙে পড়ে। ওইদিন দুপুরে আচমকাই নীলগিরির কাছে আচমকা ভেঙে পড়ে এমআই-১৭ চপার। ওই কপ্টারেই ছিলেন সস্ত্রীক চিফ অফ ডিফেন্স স্টাফ বিপিন রাওয়াত।

এছাড়াও ওই চপারে ব্রিগেডিয়ার এল এস লিড্ডার, লেফট্যানান্ট কর্নেল হরজিন্দর সিং, এনকে গুরসেবক সিং, জিতেন্দ্র কুমার, এল/এনকে বিবেক কুমার, এল/এনকে বি সাই তেজা এবং হাভ সৎপাল। বিপিন রাওয়াতসহ বাকিদের দ্রুত উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হলেও শেষরক্ষা হয়নি। চপারে থাকা ১৪ জনের মধ্যে ১৩ জনের মৃত্যু হয় ওইদিনই। পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদায় রাওয়াতসহ বাকি সেনা কর্মকর্তাদের শেষকৃত্য হয়। দীর্ঘদিন মৃত্যুর সঙ্গে লড়াই করেছিলেন গ্রুপ কমান্ডার বরুণ সিং। গত ১৫ ডিসেম্বর মারা যান তিনি। সূত্র : টাইমস অব ইন্ডিয়া।



 

Show all comments
  • Mulla Tashfin ২৬ ডিসেম্বর, ২০২১, ১:০২ এএম says : 0
    Very good news
    Total Reply(0) Reply
  • Mahabub Alam ২৬ ডিসেম্বর, ২০২১, ১:০৩ এএম says : 0
    India sudhu mukhe pare, kaje 00000
    Total Reply(0) Reply
  • Nagir Ahmed ২৬ ডিসেম্বর, ২০২১, ১:০৩ এএম says : 0
    India is a big failure country in the world
    Total Reply(0) Reply
  • Hafiz ২৬ ডিসেম্বর, ২০২১, ৩:০০ এএম says : 0
    Great news for the neighborhood. More damage to India is awaiting and neighboring countries would welcome India's destruction
    Total Reply(0) Reply
  • Shofik ২৬ ডিসেম্বর, ২০২১, ৩:৪৩ এএম says : 0
    .......... দল থেকে মানুষ আর কী আশা করে? ............ পান চালিয়ে যান এবং আপনি উপকৃত হবেন। ভারতীয়রা কেবল তাদের মুখ ব্যবহার করতে পারে এবং মিথ্যা বলতে পারে।
    Total Reply(0) Reply
  • মোঃ আনোয়ার আলী ২৬ ডিসেম্বর, ২০২১, ১০:৫৩ এএম says : 0
    Alhamdulillah
    Total Reply(0) Reply

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ভারত


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ