Inqilab Logo

শনিবার ১৬ নভেম্বর ২০২৪, ০১অগ্রহায়ণ ১৪৩১, ১৩ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

অবশেষে পুলিশে চাকরী পাচ্ছেন খুলনার সেই ‘ভূমিহীন’ মিম

খুলনা ব্যুরো | প্রকাশের সময় : ২৫ ডিসেম্বর, ২০২১, ২:৩৪ পিএম

অবশেষে পুলিশে চাকরী পাচ্ছেন খুলনার সেই ‘ভূমিহীন’ মেয়ে মিম। পুলিশ কনস্টেবল পদে সাধারণ নারী কোটায় মেধা তালিকায় প্রথম হয়েছিলেন। জমি না থাকা কারণে তার চাকরি হচ্ছিল না । শুক্রবার রাতে খুলনা টেক্সটাইল মিল পুলিশ ফাঁড়ি থেকে উপ-পরিদর্শক (এসআই) মিকাইল প্রশিক্ষণে অংশগ্রহণের নোটিশটি মিমের হাতে তুলে দেন।

গত ১১ ডিসেম্বর খুলনা পুলিশ সুপার কার্যালয় থেকে মিমকে জানিয়ে দেওয়া হয়েছিল, পুলিশ ভেরিফিকেশনে স্থায়ী ঠিকানা না থাকায় মেধা তালিকায় প্রথম হলেও চাকরিটি তাকে দেওয়া সম্ভব হচ্ছে না। এমন খবর শুনে কান্নায় ভেঙে পড়েছিল মিমের পরিবার। সংবাদমাধ্যমে এই খবর প্রকাশ পেলে অনেকে এগিয়ে আসেন। এরই মধ্যে মিমকে ঘর দেওয়ার ঘোষণা দেয় খুলনা জেলা প্রশাসন।
মিম আক্তার খুলনার সোনাডাঙ্গা থানার ৩ নম্বর আবাসিক এলাকার ১ নম্বর রোডে ডাক্তার বাবর আলীর বাড়ির ভাড়াটিয়া বাসিন্দা। বাবা মো. রবিউল ইসলাম খুলনার বয়রা ক্রস রোডে ছোট্ট একটি ভাড়াটে দোকান নিয়ে ক্ষুদ্র ব্যবসা করেন। মিমের মা আছিয়া খাতুন একজন গৃহিনী। মিমরা ৪ বোন।
মিম জানিয়েছে, ‘চাকরী পাচ্ছি। ট্রেনিংয়ে ডাক এসেছে- খবরটি শোনার সাথে সাথে কান্না ধরে রাখতে পারিনি। আমার এই চাকরী পাওয়ার পিছনে আল্লাহর রহমত এবং গণমাধ্যম ও প্রশাসনের ভূমিকার রয়েছে, আমি সবার কাছে কৃতজ্ঞ।

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: মিম

২৬ সেপ্টেম্বর, ২০২২
১৮ সেপ্টেম্বর, ২০২২

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ