প্রাক্তন প্রেমিকের নির্যাতনের শিকার অভিনেত্রী
মালায়ালাম সিনেমার অভিনেত্রী আনিকা বিক্রমন। প্রাক্তন প্রেমিক অনুপ পিল্লাই তাকে শারীরিকভাবে নির্যাতন করেছেন বলে অভিযোগ
সঙ্গীতশিল্পী মিমি আলাউদ্দীন নতুন ছয়টি মৌলিক গান প্রকাশিত হচ্ছে। ছয়টি গানের মধ্যে দু’টি গানের কথা লিখেছেন শহীদ মুহাম্মদ জঙ্গী, সুর করেছেন নকীব খান। দু’টি গানের কথা লিখেছেন জামাল হোসেন, সুর করেছেন মুহিন খান ও উজ্জ্বল সিনহা। বাকিা দু’টি গান লিখেছেন শহীদুল্লাহ ফরায়েজী ও অধরা জাহান এবং সুর করেছেন ফোয়াদ নাসের বাবু। বর্তমানে মিমি এই নতুন ছয়টি মৌলিক গানের কাজ নিয়ে বেশ ব্যস্ত আছেন। গানগুলোর সঙ্গীতায়োজনের কাজ শেষ করা, মিউজিক ভিডিও করার কাজ করছেন। মিমি বলেন, ‘নতুন গানের বাণী এবং সুর এক কথায় অসাধারণ। যেহেতু আমি আলাউদ্দীন আলী’র সহধর্মিনী। তাই আমাকে একটু বুঝে শুনেই গান নির্বাচন করতে হচ্ছে। অন্যদিকে, মিমি জানান রুনা লায়লা’র গাওয়া ‘কলের গাড়ি তাড়াতাড়ি চালাও রসিক ড্রাইভার’ গানটি নতুন করে গাইবেন। গানটি লেখা মনিরুজ্জামান মনিরের, সুর আলাউদ্দীন আলী’র। মিমি জানান, নতুন করে গানটির সঙ্গীতায়োজন করছেন মানাম আহমেদ। মিমি বলেন, আমি খুবই আনন্দিত, শ্রদ্ধেয় রুনা লায়লা আপার গাওয়া গানটি নিয়ে। এ গানটি সবার প্রিয় আলাউদ্দীন আলীর সুর করা গান। তাই গানটি গাওয়ার সাহস করেছি। গানটির জন্য আমি অনেক চর্চা করে প্রস্তুতি নিয়েছি। রুনা আপার গান গাওয়া সহজ কোন বিষয় নয়, তার গান গাইতে পারা আমার কাছে মনে হয়, শিল্পীদের জন্য আশীর্বাদ স্বরূপ। এদিকে মিমি জানান, শিঘ্রই মিতালী মুখার্জির গাওয়া ‘এই দুনিয়া এখনতো আর’ গানটি তার কণ্ঠে প্রকাশ হতে যাচ্ছে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।