মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
করোনার নতুন ধরন ওমিক্রন আতঙ্কে বিনিয়োগকারীরা শেয়ার ছেড়ে দেয়ায় এই বড় পতন। ভারতের পুঁজিবাজারে বড় ধরনের পতন হয়েছে। মুম্বাই স্টক এক্সচেঞ্জের প্রধান সূচক সেনসেক্স এক দিনেই কমেছে ১ হাজার ৮০০ পয়েন্ট। ন্যাশনাল স্টক এক্সচেঞ্জের সূচক নিফটি ফিফটি কমেছে প্রায় ৬০০ পয়েন্ট।
মারুতি সুজুকি, রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ লিমিটেড এবং কোটাক মাহিন্দ্রা ব্যাংকের মতো বড় কোম্পানিগুলোর শেয়ারদর পড়ে গেছে। দরপতনের কারণে বাজার মূলধন এক মিনিটেই ৫ দশমিক ৫৩ লাখ কোটি টাকা কমে ২৫৩ লাখ ৯৪ হাজার কোটি টাকায় নেমে এসেছে। এতে বিনিয়োগকারীদের ৭ লাখ কোটি টাকার বেশি লোকসান হয়েছে বলে ধারণা করা হচ্ছে। ভারতের ওমিক্রন শনাক্তের সংখ্যা এখন কমপক্ষে ১৭১। এর মধ্যে মহারাষ্ট্রে ৫৪, দিল্লিতে ২৮, রাজস্থানে ১৭, কর্নাটকে ১৯, তেলেঙ্গানায় ২০, গুজরাটে ১১, কেরালায় ১৫, পশ্চিমবঙ্গে চারজন করে এবং অন্ধ্রপ্রদেশ, চÐীগড় ও তামিলনাড়ুতে একজন করে আত্রান্ত হয়েছেন। ক্রমবর্ধমান ওমিক্রন সংক্রমণের মধ্যে সোমবার ৩০টি সেনসেক্স স্টকের মধ্যে শুধু সান ফার্মা লাভ করেছে, বাকি ২৯টি স্টকের পতন হয়েছে।
বাজাজ ফাইন্যান্স, টাটা স্টিল, ইন্দাসইন্দ ব্যাংক, স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া, এনটিপিসি, বাজাজ ফিনসারভ, মাহিন্দ্রা অ্যান্ড মাহিন্দ্রা, লারসেন অ্যান্ড টুব্রো, কোটাক মাহিন্দ্র ব্যাংক, এয়ারটেল ও এক্সিস ব্যাংকের শেয়ারদর কমেছে। সূত্র : টিওআই।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।