বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ

সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
রাজশাহী মহা নগরীর লক্ষীপুর এলাকায় দুই শত পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ ২ ব্যবসায়ীকে আটক করেছে রাজশাহী মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।
আটককৃত হলো, নওগাঁ জেলার নিয়ামতপুর থানার দারাজপুর গ্রামের মোঃ আলাউদ্দিনের ছেলে মোঃ জাহিদুল ইসলাম জুয়েল (৩৫) ও রাজশাহী মহানগরীর রাজপাড়া থানার বুলনপুর গোয়ালপাড়ার মোঃ আনিসুর রহমানের ছেলে মোঃ আলী আজম মাসুম (৪৭)।
আজ রোববার আরএমপির এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়, রাজশাহী মহানগর গোয়েন্দা পুলিশের একটি টিম গত ১৮ ডিসেম্বর সন্ধ্যায় গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে, রাজপাড়া থানার লক্ষীপুর জিপিও অফিসের সামনে দুইজন ব্যক্তি ট্যাপেন্টাডল ট্যাবলেট ক্রয়-বিক্রয়ের জন্য অবস্থান করছে।
ডিবি পুলিশের ঐ টিম ঘটনাস্থলে পৌঁছে জাহিদুল ইসলামে ও আলী আজম মাসুমকে আটক করে। এসময় তাদের কাছ থেকে ২০০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার হয়।
তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।