বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
সিরাজগঞ্জের তাড়াশে প্রবাসফেরত এক নারীর সঙ্গে পরকীয়া প্রেমের সূত্র ধরে রাত কাটাতে গিয়ে মহারম আলী (৩২) নামের আওয়ামী লীগ নেতাকে আটক করেছে স্থানীয় জনতা।
বৃহস্পতিবার (১৬ ডিসেম্বর) ৩টার দিকে উপজেলার নওগাঁ ইউনিয়নের ভায়াট গ্রামে এ ঘটনা ঘটে। পরে স্থানীয়রা ওই আওয়ামী লীগ নেতাসহ নারীকে রাতভর অবরুদ্ধ করে রেখে উভয় পক্ষের লোকজন তাদের বিয়ে পড়িয়ে দিয়েছেন।
upay
অভিযুক্ত ব্যক্তি নওগাঁ ইউনিয়নের ভায়াট গ্রামের মৃত রুস্তম আলীর ছেলে মহারম আলী (৩২)। তিনি ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক।
ভায়াট গ্রামের মাতব্বর রাঙ্গা মণ্ডল, নজরুল ইসলাম ও আলামিন হোসেন জানান, ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মহরাম আলী নারীর সঙ্গে রাত্রিযাপন করতে গেলে বাড়ির লোকজন টের পেয়ে তাকে আটক করে পিটুনি দেয়। এ সময় গ্রামের লোকজন গিয়ে ওই নারীর ঘরে তাকে আটক করে রাখে। পরে বৃহস্পতিবার (১৬) রাত ৩টার দিকে তাদের দুজনের উভয়পক্ষের লোকজনের সঙ্গে কথা বলে চার লাখ টাকা দেন মোহরানায় বিবাহবন্ধনে আবদ্ধ করা হয়। এর আগেও মহারম আলীর একাধিক নারীর সঙ্গে কেলেঙ্কারি হয়। এ ছাড়া আপত্তিকর ছবি ভাইরাল হয়।
এ বিষয়ে অভিযুক্ত ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মহারম আলী জানান, ঘটনার দিন অসহায় ওই নারীর বাড়িতে এসে তাকে বিভিন্ন পরামর্শ দিচ্ছিলাম। কিন্তু পরিকল্পিতভাবে আমাকে আটক করা হয়েছে।
উপজেলার নওগাঁ ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল হাই সরকার জানান, স্থানীয়দের মাধ্যমে জানতে পারি মহারম আলী প্রবাস ফেরত ওই নারীর কাছে প্রায়ই যাতায়াত করতেন। রাতে ওই নারীর ঘরে ঢুকে পড়লে স্থানীয়রা তাদের দুজনকে আটক করে বিয়ে পড়িয়ে দিয়েছে। এ নিয়ে সভাপতির সঙ্গে আলোচনা করে তার বিরুদ্ধে দলীয়ভাবে ব্যবস্থা গ্রহণ করা হবে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।