পটুয়াখালীর যুবক ক্বারী সাইয়্যেদ মুসতানজিদ বিল্লাহ রব্বানীর কোরআন তেলাওয়াতে মুগ্ধ যুক্তরাষ্ট্রবাসী
ইসলামি সভ্যতা ও সংস্কৃতি বিকাশে বাংলাদেশের অবদান অনস্বীকার্য। এদেশে ইসলামি সংস্কৃতি চর্চার ইতিহাস অনেক প্রাচীন।
বাংলাদেশের অভ্যন্তরে অবৈধভাবে প্রবেশ করে বসত বাড়িতে ভাঙচুর এবং ককটেল বিষ্ফোরণের ঘটনা ঘটিয়েছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। তাদের হামলায় দুই নারী আহত হয়েছেন।
গত সোমবার রাত সাড়ে ৯টার দিকে লালমনিরহাটের হাতীবান্ধা সিংঙ্গীমারী সীমান্তের ৮৯৩ নং মেইন পিলারের সাব পিলার ৭ এস এলাকায় এ ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানান, ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর ৪৭ বিএসএফ’র ফুলবাড়ী ক্যাম্পের একটি টহলদল বাংলাদেশের অভ্যন্তরে অবৈধভাবে প্রবেশ করে। তারা ওই এলাকার নুরল হক পরীর ছেলে আয়নাল হকের বসত বাড়িতে হামলা চালায়। এ সময় তারা বাড়ির গেট ও ঘরের বেড়া ভাঙচুর করে হামলা চালায়। বিএসএফ সদস্যদের হামলায় আয়নাল হকের মা মনোয়ারা বেগম (৪৫) ও শ্বাশড়ী রেনু বেওয়া (৫৫) আহত হয়েছেন। তাদের প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে।
এ ঘটনায় আয়নালের বাবা নুরল হক পরী বলেন, ভারতীয় তিন বিএসএফ সদস্য মাতাল অবস্থায় বাংলাদেশে প্রবেশ করে আমাদের ঘরবাড়িতে হামলা চালায়। তারা এলোপাথাড়ি হামলা চালিয়ে ঘরবাড়ি ভাঙচুর করে। এ সময় স্থানীয়রা তাদের ধাওয়া করলে তারা দুটি ককটেল বিস্ফোরণ ঘটায়। বিএসএফ সদস্যদের অবৈধভাবে বাংলাদেশে প্রবেশের ঘটনায় আতঙ্কিত হয়ে পড়ে স্থানীয়রা।
রংপুর ৬১ বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি’র সিংঙ্গীমারী ক্যাম্পের নায়েক সুবেদার মফিদুল ইসলাম বলেন, আমরা ঘটনাস্থল পরিদর্শন করে এ ঘটনার প্রতিবাদ জানিয়ে বিএসএফকে লিখিত পত্র দিয়েছি। ৬১ বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি’র তিস্তা ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্ণেল মীর হাসান মো. শাহরিয়ার মাহমুদ জানান, এ ঘটনার জন্য তীব্র নিন্দা জানানো হয়েছে। গতকাল পতাকা বৈঠক অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও তা হয়নি।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।