Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

আন্দোলনের মধ্য দিয়ে খালেদা জিয়াকে মুক্তি ও বিদেশে চিকিৎসা দিতে সরকারকে বাধ্য করব : ফখরুল

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ১৩ ডিসেম্বর, ২০২১, ৫:০২ পিএম

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, জনগণ বেরিয়ে আসছে। আমরা বিশ্বাস করি, জনগণ আরও অনেক বেশি বেরিয়ে আসবে। এর মাধ্যমে নিঃসন্দেহে আমরা একটি আন্দোলন করতে পারব। যে আন্দোলনের মাধ্যমে আমরা এ সরকারকে বাধ্য করতে পারব বেগম খালেদা জিয়াকে চিকিৎসার জন্য বিদেশে পাঠাতে।

আজ সোমবার (১৩ ডিসেম্বর) জাতীয় প্রেস ক্লাবের সামনে খালেদা জিয়ার মুক্তি এবং উন্নত চিকিৎসার জন্য বিদেশে পাঠানোর দাবিতে আয়োজিত এক পেশাজীবী সমাবেশে তিনি এসব কথা বলেন। জাতীয়তাবাদী পেশাজীবী পরিষদ এ সমাবেশের আয়োজন করে। মির্জা ফখরুল বলেন, ‘শুধুমাত্র দেশনেত্রী বেগম খালেদা জিয়ার জন্য আন্দোলন নয়, আন্দোলন হবে জাতির মুক্তির জন্যও। আমাদের গণতন্ত্র ধ্বংস হয়ে গেছে। আমাদের স্বপ্নগুলোকে ধ্বংস করা হয়েছে। সেই কারণে জনগণকে সঙ্গে নিয়ে সব রাজনৈতিক দলগুলোর মধ্যে ঐক্য তৈরি করে একটি দুর্বার আন্দোলন গড়তে হবে। যার মাধ্যমে এ ফ্যাসিস্ট, ভয়াবহ ও দানবীয় আওয়ামী লীগ সরকারকে পরাজিত করতে পারব। তাদের আমরা বাধ্য করব, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মুক্তি তার চিকিৎসা ও গণতন্ত্রকে মুক্ত করতে।’

বিএনপি মহাসচিব বলেন, সরকার আদেশ দিয়েছেন তাকে (খালেদা জিয়া) শর্তসাপেক্ষে বাসায় থেকে চিকিৎসা করতে। এটা সম্পূর্ণ রাজনৈতিক প্রতিহিংসা, এইটা সম্পূর্ণভাবে তাদের বেগম খালেদা জিয়ার প্রতি যে ভয়, যদি তিনি সুস্থ হয়ে বেরিয়ে আসেন তাহলে তাদের তক্ত তাউস খান খান হয়ে ভেঙে যাবে। খালেদা জিয়ার চিকিৎসার বিষয়ে তিনি বলেন, ‘বেগম খালেদা জিয়া অত্যন্ত অসুস্থ। তিনি এতই অসুস্থ যে ডাক্তাররা বলছেন তিনি জীবন মরণের সন্ধিক্ষণে। তারা বলছেন এখন তার চিকিৎসা করতে পারলে আল্লাহ তাকে ফিরিয়ে দিতে পারেন। সেই চিকিৎসা এ দেশে নেই। তাকে বিদেশে পাঠাতে হবে। কিন্তু এ সরকার যাদের সাথে জনগণের সম্পর্ক নেই, যারা জনগণ থেকে বিচ্ছিন্ন হয়ে গেছে, তারা তাকে বাইরে যেতে দিতে চায় না।

জাতীয় প্রেস ক্লাবের সাবেক সভাপতি শওকত মাহমুদের সভাপতিত্বে সমাবেশে আরও উপস্থিত ছিলেন— বিএনপির ভাইস চেয়ারম্যান আহমদ আজম খান, বিএনপি ঢাকা উত্তরের আহ্বায়ক আমানউল্লাহ আমান, দক্ষিণের আহ্বায়ক আবদুস সালাম, সাংবাদিক নেতা কাদের গনি চৌধুরী, প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক ইলিয়াস খান প্রমুখ



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: বিএনপি


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ