বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
কোম্পানীগঞ্জ উপজেলায় ৮ জুয়াড়িকে আটক করেছে পুলিশ। এ সময় খেলার সরঞ্জাম তাস ও নগদ ১২ হাজার ৫৫ টাকা জব্দ করে পুলিশ।
সোমবার সকালে আটককৃত আসামিদের নোয়াখালী চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সোপর্দ করা হবে। এর আগে গতকাল রোববার রাত সাড়ে ৮টার দিকে উপজেলার মুছাপুর ইউনিয়নের বাংলা বাজার থেকে তাদের আটক করা হয়
আটককৃতরা হলো মুছাপুর ইউনিয়নের বাসিন্দা এডিসিন লিটন (৪৫) জাহাঙ্গীর আলম (৪৩) মাইনুল হাসান (৪০) রুমন ওরফে ধারা ভাষ্যকর রুমন ( ৪৭) জাহিদ (৪৪) আব্দুল কাউসার (৪২) মাহির (৩৮) সবুজ ওরফে হান্ডি সবুজ (৪৪)।
স্থানীয়রা জানান, দীর্ঘ দিন থেকে উপজেলার বিভিন্ন স্থান থেকে প্রতিদিন জুয়াড়িরা মোটরসাইকেল, সিএনজি, অটোরিকশা যোগে এখানে এসে জুয়া খেলত। তবে দিনের চেয়ে রাতে জুয়া খেলতে বেশি লোকজন আসে। জুয়া খেলার পাশাপাশি মাদক সেবন ও অনৈতিক কার্যক্রম হয়ে থাকে বলেও জানান তারা।
কোম্পানীগঞ্জ থানার ওসি মো.সাজ্জাদ রোমন বিষয়টি নিশ্চিত করেন। তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। আটককৃত জুয়াডিদের বিরুদ্ধে জুয়া আইনে মামলা হয়েছে। ওই মামলায় রোববার সকালে আসামিদের নোয়াখালী চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সোপর্দ করা হবে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।