বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
চট্টগ্রামের আনোয়ারা উপজেলার পারকি সৈকতে আটকে পড়া বিশাল জাহাজ ক্রিস্টাল গোল্ড জাহাজটি কাটিং কাজ শুরুর একদিন পর বন্ধ করেদিল পরিবেশ অধিদপ্তর কর্তৃক গঠিত মনিটরিং কমিটি। মনিটরিং কমিটিকে অবহিত না করে গত শনিবার দুপুর থেকে ঠিকাদারী প্রতিষ্ঠান জাহাজ কাটা শুরু করলে বিষয়টি আলোচনায় আসায় রবিবার(১২ ডিসেম্বর) জাহাজ কাটা বন্ধ রাখার নির্দেশ প্রদান করেন মনিটরিং কমিটির সভাপতি আনোয়ারা উপজেলা নির্বাহী কর্মকর্তা। এর আগে ২০১৯ সালের ৬ জানুয়ারি পরিবেশ অধিদপ্তরের অনুমতি ছাড়া মেয়াদোত্তীর্ণ জাহাজ কাটার অভিযোগে ঠিকাদারি প্রতিষ্ঠান ‘ফোর স্টার এন্টারপ্রাইজ’ কে ২ কোটি টাকা জরিমানা করার পর এতোদিন জাহাজটি কাটা বন্দ ছিল।
পরিবেশ অধিদপ্তর সূত্রে জানাযায়, ২০১৭ সালের ৩০ মে ঘূর্ণিঝড় মোরার আঘাতে ‘ক্রিস্টাল গোল্ড’ জাহাজটি পারকি সমুদ্রসৈকত চরে আটকা পড়ে। প্রবল বাতাসের তোড়ে দিক হারিয়ে ও ইঞ্জিন বিকল পড়লে জাহাজটি চরে আটকে যায়। দীর্ঘদিন সৈকতে থাকার কারণে পারকি সৈকতের আধা কিলোমিটার অংশে পলি জমে আর গাছ উপড়ে পড়ে। এ কারণে জাহাজটি সরানোর দাবী জানায় বিভিন্ন সংগঠন। কিন্তু মামলাজনিত কারণে এটি কাটতে নিয়ে বিপাকে পড়ে। অবশেষে হাইকোর্টের অনুমতি নিয়ে জাহাজটি কাটা শুরু করলে ২০১৯ সালের ৬ জানুয়ারি পরিবেশ অধিদপ্তরের অনুমতি ছাড়া মেয়াদোত্তীর্ণ জাহাজ কাটার অভিযোগে ঠিকাদারি প্রতিষ্ঠান ‘ফোর স্টার এন্টারপ্রাইজ’ কে ২ কোটি টাকা জরিমানা করার পর এতোদিন জাহাজটি কাটা বন্দ ছিল। পরে পরিবেশ অধিদপ্তরের অনুমতি নিয়ে শর্ত স্বাপেক্ষে জাহাজটি কাটার অনুমতি পায় ফোর স্টার এন্টারপ্রাইজ ঠিকাদারী প্রতিষ্ঠান। এ সংক্রান্ত একটি কমিটিও করেদেন পরিবেশ অধিদপ্তর। কমিটির সদস্যরা হলেন আনোয়ারা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শেখ জোবায়ের আহমদকে সভাপতি,কর্ণফুলী থানার অফিসার ইনচার্জ দুলাল মাহমুদ,প্রতিনিধি ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স চট্টগ্রাম, প্রতিনিধি বিস্ফোরক অধিদপ্তর চট্টগ্রাম, প্রতিনিধি বাংলাদেশ মেরিন একাডেমী,প্রতিনিধি সড়ক ও জনপদ বিভাগ ও উপ পরিচালক পরিবেশ অধিদপ্তর চট্টগ্রাম জেলাকে সদস্য সচিব করে ৭ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়।
কিন্তু গত শনিবার মনিটরিং কমিটিকে না জানিয়ে ঠিকাদারী প্রতিষ্ঠান জাহাজ কাটা শুরু করলে রবিবার আবারো উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শেখ জোবায়ের আহমদের নির্দেশে জাহাজ কাটার কাজ বন্দ করে দেয়া হয়েছে।
জাহাজ কাটার বিষয়ে জানতে চাইলে ফোর স্টার এন্টারপ্রাইজের প্রতিনিধি মো. আমজাদ হোসেন বলেন, পরিবেশ অধিদপ্তর আমাদের বিভিন্ন শতের্ জাহাজটি কাটার অনুমতি দেয়। এই সংক্রান্ত একটি মনিটরিং কমিটি ঘটন করা হয়। জাহাজটি মনিটরিং কমিটিকে অবহিত করে (আজ)সোমবার থেকে কাটার প্রস্ততি ছিল। কাটিং এর কাজে নিয়োজিত মাঝি গত শনিবার থেকে সামনের অংশ কাটা শুরু করে। যার কারনে মনিটরিং কমিটির সভাপতি উপজেলা নির্বাহী কর্মকর্তার নির্দেশে এখন জাহাজ কাটা বন্ধ রয়েছে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ জোবায়ের আহমেদ জানায়, পরিবেশ অধিদপ্তর পারকি সমুদ্র সৈকতে আটকে পড়া এমভি ক্রিস্টাল গোল্ড জাহাজটি নানা শর্তে কাটার অনুমতি প্রদান করেন। এই সংক্রান্ত ৭ সদস্যের গঠিত মনিটরিং কমিটিতে আমাকে সভাপতির দায়িত্ব দেওয়া হলেও মনিটরিং কমিটিকে না জানিয়ে গত শনিবার ঠিকাদারী প্রতিষ্ঠান ফোর স্টার এন্টারপ্রাইজ জাহাজ কাটা শুরু করলে রবিবার(১২ ডিসেম্বর) বিষয়টি অবগত হয়ে জাহাজ কাটা বন্ধ রাখার নির্দেশ প্রদান করি। তিনি আরো বলেন মনিটরিং কমিটির উপর অর্পিত নির্দেশনা বাস্তবায়ন করে আগামী ১৬ ডিসেম্বরের পরবর্তি যে কোন দিন কমিটির সভার সিদ্ধান্তের আলোকে জাহাজ কাটার বিষয়ে পরবর্তি নির্দেশনা দেওয়া হবে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।