Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

লেবাননে ফিলিস্তিনি ক্যাম্পে বিস্ফোরণ, হতাহত বহু

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ১১ ডিসেম্বর, ২০২১, ১০:২৮ এএম

দক্ষিণ লেবাননের বন্দরনগরী টায়ারে একটি ফিলিস্তিনি শরণার্থী ক্যাম্পে বড় ধরনের বিস্ফোরণে বেশ কয়েকজন হতাহত হয়েছে। শুক্রবার রাতে বুর্জ আল-শেমালি ক্যাম্পে এ বিস্ফোরণ ঘটে বলে জানিয়েছে দেশটির রাষ্ট্রীয় বার্তা সংস্থা ন্যাশনাল নিউজ এজেন্সি (এনএনএ)।

খবরে বলা হয়,এ ঘটনায় অন্তত ১২ জন আহত হয়েছে। তবে ঠিক কতজন মারা গেছে, তা জানা যায়নি।
জানা গেছে, এ ঘটনা তদন্ত করার জন্য নিরাপত্তা বাহিনীকে নির্দেশ দিয়েছেন এক বিচারপতি।
হামাসের সঙ্গে ঘনিষ্ঠ শেহাব নিউজ অ্যাজেন্সি একটি ফিলিস্তিনি সূত্রের উদ্ধৃতি দিয়ে জানায়, কোভিড-১৯ মোকাবেলায় মজুত করা অক্সিজেন ক্যানিস্টার সৃষ্ট স্ফূলিঙ্গ থেকে এই বিস্ফোরণ ঘটে।
এনএনএ জানিয়েছে, সেনাবাহিনী এলাকাটি ঘিরে রেখেছে। তারা কাউকে ক্যাম্পে প্রবেশ বা বের হতে দিচ্ছে না।
উল্লেখ্য, লেবানন বহুদিন ধরে হাজার হাজার ফিলিস্তিনি উদ্বাস্তু এবং তাদের বংশধরদের আবাসস্থল। এদের অনেকে দেশটির চারপাশে ছড়িয়ে ছিটিয়ে থাকা ১২টি শরণার্থী ক্যাম্পে বসবাস করেন। হামাস-ফাতাহসহ একাধিক সশস্ত্র ফিলিস্তিনি গোষ্ঠী এসব ক্যাম্প নিয়ন্ত্রণ করে। সেখানে লেবানিজ কর্তৃপক্ষ প্রবেশ করে না বললেই চলে। সূত্র : আল জাজিরা



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: বিস্ফোরণ


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ