বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
নরসিংদীর সদর থানা এলাকায় গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণে শিশুসহ তিন জন দগ্ধ হয়েছেন। রোববার (২৭ মার্চ) রাত ৮টার দিকে এ ঘটনা ঘটে। দগ্ধরা হলেন- মুক্তা (৪৫) তার মেয়ে ঐশ্বর্য (১০) এবং বাসায় পড়াতে আসার হুজুর মনির (১৮)। শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউট আবাসিক সার্জন ডা. এস এম আইউব হোসেন এসব তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, নরসিংদী থেকে দগ্ধ তিনজনকে জরুরি বিভাগে আনা হয়েছে। এদের মধ্যে মুক্তা ও হুজুর মনিরের অবস্থা আশঙ্কাজনক। তাদের চিকিৎসা চলছে।
দগ্ধ মুক্তার ভাই আমির বলেন, বাসায় গ্যাস লাইন থেকে বিস্ফোরণে বোন ভাগ্নিসহ বাসায় পড়াতে আসা এক হুজুর দগ্ধ হয়েছেন। তাদের উদ্ধার করে প্রথমে নরসিংদী সদর হাসপাতালে নিয়ে যাই। পরে সেখান থেকে তাদের উন্নত চিকিৎসার জন্য শেখ হাসিনা বার্নে নিয়ে আসা হয়েছে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।