Inqilab Logo

বৃহস্পতিবার ১৪ নভেম্বর ২০২৪, ২৯ কার্তিক ১৪৩১, ১১ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সুস্থ রাজনীতিক পরিবেশ সৃষ্টি করা প্রয়োজন

| প্রকাশের সময় : ১১ ডিসেম্বর, ২০২১, ১২:০৫ এএম

একটা সময় ছিলো যখন রাজনীতি ছিলো দেশপ্রেম, সততা, সহমর্মিতা আর স্বার্থত্যাগের চর্চার অন্যতম মাধ্যম। রাজনীতির মুখ্য উদ্দেশ্য ছিল মানব ও দেশের কল্যাণ সাধন। কিন্তু বর্তমান সময়ে রাজনীতি অনেকটাই জীবিকার হাতিয়ার হয়ে দাঁড়িয়েছে। তথাকথিত রাজনীতিবিদের অবৈধ টাকার দাপট, শক্তি প্রদর্শন এবং ব্যক্তিস্বার্থের চিন্তা রাজনীতিকে করে তুলেছে কুলষিত। কিন্তু সুস্থ রাজনীতি ছাড়া দেশে পরিবর্তন আনা সম্ভব নয়। বর্তমানে শিক্ষিত তরুণ প্রজন্মের অধিকাংশ রাজনীতিতে জড়িত হওয়ার প্রসঙ্গ উঠলেই এড়িয়ে চলে। এর দায়ভার আমাদের বয়োজ্যেষ্ঠ রাজনীতিকদের নিতে হবে। তারা তাদের রাজনীতিকে সুস্থ পরিবেশ তৈরিতে ব্যর্থ বলেই বর্তমান শিক্ষিত তরুণ প্রজন্ম রাজনীতিতে জড়াতে অনিচ্ছুক হয়ে পড়ছে। অথচ তাদের থেকেই আসতে পারে আগামীর বলিষ্ঠ নেতৃত্ব। রাজনীতিতে এখনোও অসংখ্য ভালো মানুষ রয়েছে বিধায় দেশ এগিয়ে চলছে। তবে কিছু সংখ্যক বিপদগামী রাজনীতিবিদের ক্ষমতার অপব্যবহারের কারণে রাজনীতি সুস্থ পরিবেশ থেকে বঞ্চিত। আশা করি, ভবিষ্যৎ প্রজন্মের স্বার্থে হলেও রাজনীতিবিদরা দেশের কথা ভাববেন এবং নতুন প্রজন্মকে রাজনীতিতে নিয়ে আসার জন্য উপযুক্ত পরিবেশ তৈরি করবেন।

মোহাম্মদ নাদের হোসেন ভূঁইয়া
শিক্ষার্থী, ফেনী সরকারি কলেজ।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন