মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
ভারতে হেলিকপ্টার দুর্ঘটনায় প্রয়াত চিফ অফ ডিফেন্স স্টাফ বিপিন রাওয়াতের শেষকৃত্য সম্পন্ন হলো। দিল্লি ক্যান্টনমেন্টের শ্মশানে।
তাকে শেষ শ্রদ্ধা জানাতে ১৭ বার তোপধ্বনি করা হয়। সেনা বাহিনীর ৮০০ জন সদস্য শেষ বিদায় জানালেন। তারপর দিল্লি ক্যান্টনমেন্টের ব্রার স্কোয়ার শ্মশানঘাটে বিপিন রাওয়াত ও মধুলিকা রাওয়াতের শেষকৃত্য সম্পন্ন হয়। মূলত সেনা কর্মী ও অফিসারদের শেষকৃত্যের জন্যই ব্রার স্কোয়ার শ্মশানঘাট তৈরি হয়েছিল।
এর আগে বৃহস্পতিবার রাতে বিপিন রাওয়াত ও তার স্ত্রীর মরদেহ দিল্লি নিয়ে আসা হয়। পালাম বিমানঘাঁটিতে শ্রদ্ধা জানান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং, জাতীয় সুরক্ষা উপদেষ্টা অজিত দোভাল।
তারপর দেহ নিয়ে আসা হয় ৩ কামরাজ মার্গের বাসভবনে। শুক্রবার সকালে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, কংগ্রেস নেতা রাহুল গান্ধী, দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল, উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী পুস্কর সিং ধামি সহ অনেকে সেখানে তাকে শেষ শ্রদ্ধা জানান। বেলা দশটা থেকে দেড়টা পর্যন্ত শ্রদ্ধা জানান সাধারণ মানুষ।
এর কিছুক্ষণ পর শুরু হয় শেষ যাত্রা। যাত্রাপথের দুই পাশে মানুষ জড়ো হয়েছিলেন শেষ শ্রদ্ধা জানানোর জন্য। অনেকের হাতে ছিল জাতীয় পতাকা। তারা দেশাত্মবোধক স্লোগান দিচ্ছিলেন। অনেকে ফুল ছুঁড়ে দিচ্ছিলেন। এরপরেই পূর্ণ সামরিক মর্যাদায় তাদের শেষকৃত্য সম্পন্ন হয়। সূত্র: পিটিআই।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।