Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

আলোচিত শিক্ষার্থী জাকিকে মুক্তির নির্দেশ মিশরের আদালতের

অনলাইন ডেস্ক | প্রকাশের সময় : ৮ ডিসেম্বর, ২০২১, ১১:০৬ এএম

মিশরে ইটালির একটি বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত শিক্ষার্থী প্রেটিক জাকিকে মুক্তি দেয়ার নির্দেশ দিয়েছে দেশটির আদালত৷ আদালতের নির্দেশে সন্তোষ প্রকাশ করেছেন ইটালির প্রধানমন্ত্রী মারিও দ্রাঘি৷

মিশরীয় নাগরিক জাকি ইটালির বোলোনিয়া বিশ্ববিদ্যালয়ের স্নাতক পর্যায়ের শিক্ষার্থী৷ ২০২০ সালের ফেব্রুয়ারি মাসে মিশরে আসার পর তাকে গ্রেপ্তার করে পুলিশ৷ মিশরীয় খ্রিস্টানদের নিয়ে একটি লেখায় ভুল তথ্য দেয়ার অভিযোগে তাকে আটক করা হয়৷

এই ঘটনায় ইটালির সরকার সরব হয়ে ওঠে৷ এর আগে ২০১৬ সালে মিশরে ইটালির আরেক শিক্ষার্থীকে হত্যার পর দুই দেশের সম্পর্কের অবনতি ঘটেছিল৷ জাকির মামলাটি সাময়িক স্থগিত করে তাকে মুক্তির নির্দেশ দিয়েছে আদালত৷ তবে ১ ফেব্রুয়ারি মামলার যুক্তিতর্ক উপস্থাপনের কথা রয়েছে৷

জাকিকে মুক্তি দেয়ার নির্দেশে সন্তোষ প্রকাশ করেছেন ইটালির প্রধানমন্ত্রী মারিও দ্রাঘি৷ ইটালির সরকার বিষয়টিকে নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে বলেও তিনি বিবৃতিতে উল্লেখ করেন৷ জাকি পড়াশোনার পাশাপাশি মিশরের ইআইপিআর নামের একটি মানবাধিকার সংগঠনের গবেষক হিসেবে কাজ করেন৷

গ্রেপ্তারের পর তাকে নির্যাতন করা হয়েছে বলে অভিযোগ করেছে সংগঠনটি৷ তবে তা অস্বীকার করে আসছে কর্তৃপক্ষ৷ সূত্র: রয়টার্স।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: মিশর

২ নভেম্বর, ২০২২

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ