পবিত্র লাইলাতুল বরাত
আজ দিবাগত রাত পবিত্র লাইলাতুল বরাত। পরম করুণাময় আল্লাহতায়ালা তার বান্দাদের গুনাহ মাফ, বিপদমুক্তি ও
করোনা সংক্রমণ রোধে স্বস্তির খবর দেখছিলাম আমরা কিছুদিন ধরে। মৃত্যু হার শূন্যতে নেমেছিল। এর মধ্যে বিশ্ব মিডিয়ায় উঠে আসছে করোনার ভয়ংকর এক নতুন ভ্যারিয়েন্ট ‘ওমিক্রন’। দক্ষিণ আফ্রিকাতে সদ্য আবিষ্কার হওয়া সার্স-কোভ-২ (করোনাভাইরাসের)-এর একটি ভ্যারিয়েন্ট বা প্রজাতি ওমিক্রন। করোনাভাইরাসের এই নতুন রূপটির সন্ধান পাওয়ার পর থেকেই বিশ্বজুড়ে আলোড়ন সৃষ্টি হয়েছে। এটিকে খুবই এগ্রেসিভ ভ্যারিয়েন্ট হিসেবে আখ্যায়িত করা হচ্ছে। যে কোনো মুহূর্তেই ওমিক্রন বাংলাদেশেও চলে আসতে পারে। সুতরাং স্বাস্থ্যবিধি আমাদের মেনে চলতেই হবে। ওমিক্রন প্রতিরোধে প্রস্তুতি সম্পর্কে সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে, যেসব হাসপাতাল বন্ধ করে দেয়া হয়েছে, সেগুলোকে আবার প্রস্তুত রাখতে হবে। যে কোনো সময় যেন হাসপাতালগুলো পূর্ণমাত্রায় চালু করা যায়। এখানে ঢিলেমির সুযোগ নেই। করোনার প্রথম ওয়েব মোকাবেলার সময় আমাদের প্রস্তুতি নিতে দেরি হয়েছিল। এবার যেন তা না হয়, সেদিকে সতর্ক থাকতে হবে। কাগজে-কলমে পুরো পরিকল্পনা এখনই করে রাখতে হবে। সাধারণ মানুষের মাঝে এ বিষয়ে সচেতনতা সৃষ্টি করতে হবে।
ইমরান হোসাইন
শিক্ষার্থী, কুমিল্লা বিশ্ববিদ্যালয়।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।